ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

প্রথম ম্যাচে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
প্রথম ম্যাচে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া দলের জন্য দুঃসংবাদই বটে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইনজুরির কারণে খেলতে পারবে না দলের ড্যাশিং ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে দু’দলের মধ্যেকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচেও ছিলেন না এ ডানহাতি ব্যাটসম্যান।

অজিদের অন্তবর্তীকালীন কোচ মিখায়েল ডি ভেনুতো ম্যাক্সওয়েলের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছে। তবে মঙ্গলবার শুরু হওয়া অ্যাডিলেডে অজি দলের সঙ্গে রয়েছেন বিধ্বংসী এ ব্যাটসম্যান।

ম্যাক্সওয়েলের পরিবর্তে প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন সাউথ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টারভিস হেড। আর এ সিরিজের মধ্যেই সামনে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের জন্য দল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন, কোচ ভেনুতো।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।