ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে ফিজিকে হারালো স্কটল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
প্রস্তুতি ম্যাচে ফিজিকে হারালো স্কটল্যান্ড স্কটল্যান্ড ক্রিকেট দল / ছবি: সংগৃহীত

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফিজিকে ২১ রানে হারিয়েছে স্কটল্যান্ড। ৩৬ ওভারের এ ম্যাচে স্কটল্যান্ডের দেয়া ১৯৩ রানের জয়ের লক্ষ্যে সমানে লড়ছিল ফিজির ব্যাটসম্যানরা।

মাত্র দুই উইকেট হারিয়ে শতরানেও পৌঁছে যায় দলটি। জয়ের বন্দরে থাকা দলটির হঠাৎই ছন্দপতন ঘটে ইনিংসের ২২তম ওভারে।

ওই ওভারেই দুটি উইকেট হারায় তারা। ১২২-১২৩ এই এক রানের মাঝে তিনটি উইকেট হারালে ম্যাচ জয়ের সম্ভাবনা ক্ষীন হয়ে আসে ফিজির। এর পর দলীয় ১৩০ রান পর্যন্ত যেতে অাট উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়ে তারা। শেষ দিকে তুয়াই ইয়াবাকি একাই লড়াই চালিয়ে যান। ৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। দলের শেষ দুই ব্যাটসম্যানের সঙ্গ না পাওয়ায় ৩১.৩ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় ফিজি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার দেলামাকুতু মারাইয়া।

স্কটিস বোলার হারিস আসলাম চারটি, মিশেল রাও তিনটি ও আজিম দার দুটি উইকেট নেন।
 
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ফতুল্লার খান সাহেব ওসমান আলী আউটার স্টেডিয়ামে রোববার (২৪ জানুয়ারি) কুয়াশার কারণে দেঢ় ঘণ্টা বিলম্বে ম্যাচ শুরু হয়। ফলে ৬ ওভারে নেমে আসে ম্যাচটি। রোরি জনস্টনের অর্ধশতকে ৩৬ ওভারে আট উইকেটে ১৯২ রান করে স্কটিশরা।
 
জন্সটন করেন ৫৩ রান। ফিনলে ম্যাকক্রেথ ৩৬ ও ওয়াইস শাহর ব্যাট থেকে আসে ৩৫ রান।
 
ফিজির জসাইয়া বেলেচিকবিয়া তিনটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।