ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ক্যারিবীয়-প্রোটিয়া যুবাদের প্রস্তুতি ম্যাচ ড্র

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ক্যারিবীয়-প্রোটিয়া যুবাদের প্রস্তুতি ম্যাচ ড্র

ঢাকা: আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ড্র হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করে ক্যারিবীয় যুবারা।

জবাবে জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৩ রানেই থেমেছে প্রোটিয়া যুবাদের ইনিংস।
 
এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ. আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। আর ব্যাটিংয়ে নেমে কেসি কার্টির ৪৫ ও মাইকেল ফ্রিউ’র ৩৪ বলে ৩৩ রানের ইনিংসে ৩৫ ওভারে ৯ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় ক্যারিবীয় যুবারা। বল হাতে প্রোটিয়াদের হয়ে কনর ম্যাকার ৩টি, ডায়ান জালিম ২টি, উইয়ান মুলডার, উইলিয়াম লুডিক ও শিন হোয়াইটহেড নিয়েছেন ১টি করে উইকেট।
 
জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উইয়ান মুলডারের অপরাজিত ৫৮, লিয়াম স্মিথের ৩৯ ও কাইল ভেরিনের ৩৩ রানে নির্ধারিত ৩৫ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
 
ক্যারিবীয় যুবাদের হয়ে বল হাতে জিড গুলি, শামার স্প্রিঙ্গার, কিমো পাল ও মাইকেল ফ্রিউ নিয়েছেন ১টি করে উইকেট।
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।