ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

মিরপুরে ভারতীয় যুবাদের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
মিরপুরে ভারতীয় যুবাদের অনুশীলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে মিরপুর একাডেমি মাঠে মঙ্গলবার (২৬ জানুয়ারি) অনুশীলন করেছে ভারতীয় যুবারা। কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে সকাল থেকে দুপুর পর্যন্ত কঠোর অনুশীলন করে ইশান কিষানের দল।



ব্যাটিং ও বোলিংয়েই ছিল ক্রিকেটারদের পুরো মনোযোগ। ভারতীয় দলের কোনো সদস্য এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হননি।

আগামীকাল (২৭ জানুয়ারি) থেকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশতম আসর শুরু হলেও মিরপুরে ম্যাচ গড়াবে ২৮ জানুয়ারি থেকে। ওই দিন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ২০১২ সালের যুব বিশ্বকাপজয়ী দল ভারত।

১৬ দলের এ বিশ্ব আসরের ম্যাচগুলো হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার-এই চার শহরের আট ভেন্যুতে। সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৯টি ম্যাচ গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতের স্কোয়াড: ইশান কিষান (অধিনায়ক), রিশাব পান্ত (সহ-অধিনায়ক), খলিল আহমেদ, জিসান আনসারি, রাহুল বাথাম, রিকি ভুই, মায়াঙ্ক ডাগার, আরমান জাফির, সরফরাজ খান, আমানদ্বীপ খের, অভীশ খান, মহিপাল লমরর, সুবহাম মাভি, আনমলপ্রিত সিং, ওয়াশিংটন সুন্দর।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, ২৬ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।