ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

যুব ক্রিকেটারদের প্রতি কোচদের শুভকামনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
যুব ক্রিকেটারদের প্রতি কোচদের শুভকামনা

ঢাকা: আগামীকাল (২৭ জানুয়ারি) থেকে বাংলাদেশে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশতম আসর। ৯টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে আইসিসির অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট সদস্য মিলে অংশ নিচ্ছে আরও সাতটি দেশ।



১৬ দলের এ আসরে অংশ নেবে প্রায় আড়াই’শ ক্রিকেটার। ভবিষ্যতের এসব  ক্রিকেটারদের বিশ্বকাপ শুরুর আগে শুভকামনা জানালেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবসহ বিভিন্ন দেশের বর্তমান কোচরা।
 
কপিল দেব এক বিবৃতিতে বলেন, নিজেদের ভবিষ্যত ভাগ্য লেখার ‌বড় সুযোগ এটি।

বিভিন্ন দেশের কোচদের বিবৃতি:
‘ক্রিকেটারদের ‍বিকাশের ক্ষেত্র হলো যুব বিশ্বকাপ’-বাংলাদেশ কোচ, চন্ডিকা হাথুরুসিংহে।

‘বিশ্বের সেরাদের সামনে নিজেকে পরীক্ষার অনেক বড় একটি মঞ্চ এটি’-নিউজিল্যান্ড কোচ, হেসন।

‘তরুণ ক্রিকেটারদের স্বপ্নপূরণের আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এতে অংশ নিয়ে তরুণ ভবিষ্যত ক্রিকেটাররা আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী হবে। ’-পাকিস্তান কোচ, ওয়াকার ইউনুস।

‘গ্রেট ক্যারিয়ারের শুরুটাই হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ’-জিম্বাবুয়ে কোচ, ডেভ হোয়াটমোর।
 
‘চ্যালেঞ্জকে আলিঙ্গন কর এবং বৈশ্বিক এ টুর্নামেন্টের প্রতিটা মিনিট উপভোগ কর। ’-স্কটল্যান্ডের কোচ ব্র্যাডবার্ন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাধ্যমে বিশ্বমঞ্চে প্রবেশের সুযোগ পান উঠতি ক্রিকেটাররা। বয়সভিত্তিক ক্রিকেটারদের কাছে নিজেকে চেনানোর বড় মঞ্চও এটি। যুব বিশ্বকাপ খেলে প্রতিভার দাপট দেখিয়ে পরবর্তীতে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন এমন উদাহরণ তো অহরহ। এবারের বিশ্বকাপ শেষে কারা আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসেন সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।