ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাতক্ষীরায় চায়না-বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
সাতক্ষীরায় চায়না-বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে চায়না-বাংলা ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের খেলা।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।



টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার সদ্য সাবেক মেয়র এমএ জলিল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন চায়না-বাংলা গ্রুপের এমডি একেএম আনিছুর রহমান।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে সাতক্ষীরার টাউন স্পোর্টিং ক্লাব ও খুলনার বয়রা তরুণ সংঘ।

এদিকে, দ্বিতীয় বারের মতো চায়না-বাংলা ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়ানোয় উৎসাহ উদ্দীপনার কমতি নেই দর্শকদের মধ্যে। সকাল থেকেই মাঠের চারপাশ ভরে ওঠে বিপুল দর্শক-শ্রোতায়।

খেলা দেখতে এসে সৈয়দ সাদিকুর রহমান বাংলানিউজকে বলেন, সাতক্ষীরায় ক্রিকেটের যে কয়টি আসর বসে এর মধ্যে চায়না-বাংলা ক্রিকেট টুর্নামেন্ট অন্যতম। চায়না-বাংলা গ্রুপের এ আয়োজন অব্যাহত থাক। এতে সাতক্ষীরার ক্রীড়াঙ্গন আরো বিকশিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।