ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বোলাররা কোনো সুযোগই দেয়নি ওয়েস্ট ইন্ডিজকে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
‘বোলাররা কোনো সুযোগই দেয়নি ওয়েস্ট ইন্ডিজকে’ ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: স্কোরবোর্ড দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইংল্যান্ডের বাহাতি পেসার সেম কুরান আর লেজটা গুড়িয়ে দিয়েছে ডানহাতি পেসার শাকিব মাহমুদ।

তবে ইংল্যান্ড ক্যাপ্টেনের মতে, ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের মাঝের ওভারগুলোতে স্পিনারদের মিতব্যায়ী বোলিংয়ই চাপে ফেলে দিয়েছিল ক্যারিবিয়ানদের।

যার রেশ ধরে পরে চাপে পড়ে হেরে বসে ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচশেষে ইংল্যান্ড কাপ্তান ব্রাড টেইলর বলেন, ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝের ওভারগুলোতে আমাদের স্পিনাররা প্রচুর ডট বল দিয়েছে। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ পরে রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে যায়।
     
আমাদের বোলাররা খুবই বুদ্ধিদীপ্ত বোলিং করেছে, ওয়েস্ট ইন্ডিজকে কোনো সুযোগই দেয়নি- মন্তব্য করেন ইংল্যান্ড যুব দলের ক্যাপ্টেন।

টানা দু’টি জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানান ইংল্যান্ড অধিনায়ক। এর ফলে বিশ্বকাপের পরের ম্যাচগুলোতে দল আরও ফুরফুরে মেজাজে খেলতে পারবে বলে মন্তব্য করেন ব্রাড টেইলর।

এর আগে শুক্রবার সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ ওভার চার বলে ২২১ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।