ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে কারণে যুব টাইগারদের খেলা সম্প্রচার হচ্ছে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
যে কারণে যুব টাইগারদের খেলা সম্প্রচার হচ্ছে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে যুব বিশ্বকাপের বাংলাদেশ ও স্কটল্যান্ডের গ্রুপ পর্বের খেলা। কিন্তু এ খেলা দেখতে পারছেন না টেলিভিশন সেটের সামনে অপেক্ষায় থাকা টাইগার ক্রিকেটের কোটি ভক্ত।



সম্প্রচারজনিত কারণেই লাল-সবুজের যুব প্রতিনিধিদের খেলা দেখা থেকে বঞ্চিত হতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। এই খেলা না দেখানোর সিদ্ধান্ত হয় টুর্নামেন্ট শুরুর আগেই।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির এ টুর্নামেন্ট সম্প্রচারের পার্টনার হিসেবে রয়েছে স্টার স্পোর্টস। আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী স্টার স্পোর্টস ও তার লাইসেন্সি চ্যানেলগুলো যুব বিশ্বকাপের মোট ২০টি খেলা সরাসরি দেখাবে। এই ম্যাচগুলো তারা দেখাবে ঢাকার মিরপুর (৯টি), চট্টগ্রাম (২ স্টেডিয়ামে ৪টি) ও নারায়ণগঞ্জের ফতুল্লা (৭টি) থেকে।

সে হিসাবে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বাইরে আয়োজিত খেলা দেখাবে না স্টার স্পোর্টস ও তার লাইসেন্সি চ্যানেলগুলো। তাই কক্সবাজার ও সিলেটের দু’টি করে চারটি মাঠে যে খেলা হবে তা সম্প্রচার হবে না কোনো টেলিভিশন চ্যানেলে।

সে বিবেচনায় ২ ফেব্রুয়ারি কক্সবাজারের একই মাঠে বাংলাদেশ ও নামিবিয়ার মধ্যে যে খেলা হবে তা-ও দেখাবে না কোনো টিভি চ্যানেল।

গাজী টেলিভিশন (জিটিভি) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আইসিসির পার্টনার স্টার স্পোর্টসের ফ্রিকোয়েন্সি নিয়েই যুব বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার করছে। তাই, বিশেষভাবে টাইগার যুবাদের খেলা দেখানোর সুযোগ থাকছে না তাদের হাতেও।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।