ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুব ওয়ানডের সর্বোচ্চ রান টাইগার শান্তর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
যুব ওয়ানডের সর্বোচ্চ রান টাইগার শান্তর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুব ওয়ানডের নতুন এক রেকর্ডের পাতায় যোগ হলো বাংলাদেশের  নাম। যুবাদের ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।



সর্বোচ্চ রানের মালিক হতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রান প্রয়োজন ছিল নাজমুল হোসেনের। দলীয় ৩৭.১ ওভারে চার মেরে আগের রেকর্ড ভেঙে নাজমুল বসালেন নিজের নাম।

এক বছর রেকর্ডটি ধরে রেখেছিলেন পাকিস্তানি ক্রিকেটার সামি আসলাম। ৪০ ম্যাচে পাকিস্তানের ওপেনার করেন ১৬৯৫ রান। দ্বিতীয় অবস্থানে থাকা  নাজমুল রোববার (৩১ জানুয়ারি) স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে টপকে যান সামি আসলামকে। ৫৪ ম্যাচে নাজমুলের রান এখন ১৭০০’র বেশি।
 
বিশ্বকাপের প্রথম  ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। এবারও চ্যালেঞ্জটা নিলেন ব্যাট হাতে। স্কটল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড ভাঙবেন এমন পণ করেই যেন নেমেছিলেন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিন ৭১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।

১৭ রানে দুই উইকেট হারানোর পরও  ওপেনার সাইফ হাসানকে নিয়ে খেলে গেছেন আস্থায় অবিচল থেকে। তৃতীয় উইকেটে শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগুতে থাকে জুনিয়র টাইগাররা।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।