ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বার্নহ্যামের সেঞ্চুরিতে ইংলিশদের সংগ্রহ ২৮৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বার্নহ্যামের সেঞ্চুরিতে ইংলিশদের সংগ্রহ ২৮৮ ছবি : সংগৃহীত

ঢাকা: জ্যাক বার্নহ্যামের সেঞ্চুরিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে ২৮৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য গড়েছে ইংল্যান্ডের যুবারা। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রানের বড় সংগ্রহ গড়ে ইংলিশ শিবির।

দলের হয়ে ব্যাট হাতে বার্নহ্যাম খেলেছেন অপরাজিত ১০৬ রানের ইনিংস। এটি এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় শতক।

রোববার (৩১ জানুয়ারি ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। আর ব্যাটিংয়ে নেমে বার্নহ্যাম ১০৪ বলে পাঁচ চার ও ছয়টি ছক্কায় ১০৬ রানে অসাধারণ ইনিংসটি সাজান। এছাড়া দলের হয়ে ডেন লরেন্সের ৫৯ ও ম্যাক্স হোল্ডেনের ৫১ রানে ৪ উইকেটে ২৮৮ রানের বেশ চ্যালেঞ্জিং একটি স্কোর গড়ে ইংল্যান্ড।
 
দলের হয়ে  ব্যাট হাতে অন্য তিন ব্যাটসম্যান ক্যালাম টেইলর ৬, অ্যানুইরিন ডোনাল্ড ২৫ আর স্যাম কুরান খেলেছেন অপরাজিত ৩২ রানের ইনিংস।
 
জিম্বাবুয়ের হয়ে বল হাতে রুগেয়ার মাগরেইরা ২টি আর উইলিয়াম ম্যাসিঞ্জ ও ওয়েসলে মাধাবির নিয়েছেন ১টি করে উইকেট।
 
বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।