ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিতে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সেমিতে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি)। এশিয়ার দুই জায়ান্ট ‍ভারত ও শ্রীলঙ্কা  মুখোমুখি হবে এ ম্যাচে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
 
স্পিন আক্রমণ মোকাবেলায় সমান দাপট দুটি দলেরই। ফলে ম্যাচের আগে ‘ফেভারিট-আন্ডারডগ’ তত্ত্বে  মূল্যয়ণ করা হচ্ছে না কাউকেই।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করেই কথা বলেছেন দল দুটির অধিনায়ক। লঙ্কান অধিনায়ক আশালংকা জানান, ভারত শক্তিশালী  দল। তবে সেটা নিয়ে অামরা ভাবছি না। অামরা অামাদের খেলাটাই খেলতে চাই। আমাদের শক্তির জায়গা স্পিন, ভারত স্পিন ভালো খেললেও স্পিনেই ভরসা রাখতে হবে আমাদের।

ভারতের অধিনায়ক ইশান কিশান জানান,  শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে উঠেছে।   নিঃসন্দেহে তারা ভালো দল।   অাগের ম্যাচগুলোতে কি করেছি সেটি বাদ দিয়ে কালকের ম্যাচটাতেই ফোকাস করতে চাই। অামাদের দলটা নিয়ে সবার প্রত্যাশা অনেক।

কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইশান কিশানের ভারত। অন্যদিকে আসরের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে ৬ উইকেটে ধরাশায়ী করে লঙ্কান যুব দল।

ভারত আর শ্রীলঙ্কার মধ্যে জয়ী দল ১৪ ফেব্রুয়ারির ফাইনালে মাঠে নামবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালের সে ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।