ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্রুপ পর্বের তিন ম্যাচ সোমবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
গ্রুপ পর্বের তিন ম্যাচ সোমবার

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আট নিশ্চিত হয়েছে সাতটি দেশের। ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকার পর রোববার (৩১ জানুয়ারি) শেষ আট নিশ্চিত হয় স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড ও নামিবিয়ার।



সুপার লিগের কোয়ার্টার ফাইনালে শেষ দল হিসেবে কারা উঠবে তা জানা যাবে ‘সি’ গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচ শেষে। মঙ্গলবারের (০২ ফেব্রয়ারি) ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে শেষ আটে।
 
এ ম্যাচের আগের দিন সোমবার (০১ ফেব্রয়ারি) রয়েছে গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ।   তিন ম্যাচের মধ্যে কেবলমাত্র গুরুত্ব রয়েছে ভারত-নেপাল ম্যাচের। যে দল জিতবে তারা হবে `ডি' গ্রুপের চ্যাম্পিয়ন। আর পরাজিত দল হবে গ্রুপ রানার্সআপ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
 
একই দিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে কানাডা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।