ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেপালকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
নেপালকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার শেখ কামাল একাডেমি স্টেডিয়াম থেকে: নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশ-নামিবিয়া ম্যাচ।   মঙ্গলবার সকালে কক্সবাজার শেখ কামাল একাডেমি স্টেডিয়ামে নামিবিয়ার ছুঁড়ে দেওয়া মামুলি ৬৬ রানের লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের লেগেছে মাত্র ১৬ ওভার।

ম্যাচের আগে হুংকার ছড়ানো নামিবিয়া যেন স্রেফ উড়ে গেল স্বাগতিকদের সামনে।

প্রায় চারঘণ্টা আগে ম্যাচ শেষ করতে পারলো বলে, বাংলাদেশ দল একটু উদযাপন করবে, দ্রুত হোটেলে ফিরবে, আমুদে ভাবে থাকবে এটাই তো কথা।

কিন্তু কোথায় কী। এসবের লেশমাত্র দেখা গেল না। ম্যাচ শেষ হতে না হতেই জার্সি পাল্টে আবারও নেমে গেল পুরো দল। ফিল্ডিং কোচের বাঁশির তালে তালে পিনাক-সাইফরা দৌঁড়াচ্ছেন, অন্যদিকে হালিম-সাইফুদ্দিনরা দ্বিতীয় উইকেটে গা ঝালিয়ে নিচ্ছেন বোলিংয়ে।

বোঝাই গেল, নামিবিয়ার সঙ্গে সহজ জয়ের রেশ আর ধরে না রেখে নেপাল প্রস্তুতি শুরু হয়ে গেল বাংলাদেশের।

এ অনুশীলনের ঘোর থেকে এক প্রকার ধরে আনা হলো বাংলাদেশ অনূর্ধ ১৯ দলের কাপ্তান মেহেদি হাসান মিরাজকে। এ ম্যাচেই যিনি পাকিস্তানি ইমাদ ওয়াসিমকে হটিয়ে হয়ে গেছেন যুবাদের সর্বোচ্চ উইকেটধারী বোলার।

প্রথমেই নামিবিয়া ম্যাচ নিয়ে বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার কাছে খুব ভালো লাগছে, আজকের ম্যাচেও আমরা জিতলাম, তারপর আমার রেকর্ডটাও হলো, আমরা গ্রুপ চ্যাম্পিয়নও হলাম। এটা আমার কাছে খুব ভালো লাগছে। ’

এতটুকুতে থামলেন না মেহেদি।

এরপর গড় গড় করে বলতে লাগলেন, ‘ভালো লাগাটা এখানে শেষ করলে হবে না। আমাদের যেতে হবে আরও অনেক দূর। সুতরাং আমাদের ভালো লাগাটা যদি এখানেই শেষ হয়, তাহলে আমরা আর বহুদূর যেতে পারবো না। আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্যতে এগুতে পারবো না। ’

নামিবিয়াকে মাত্র ৬৫ রানে গুটিয়ে দেওয়া অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা যদি এসব টিমের সঙ্গে খারাপ খেলি তাহলে আমাদের আত্মবিশ্বাস অবশ্যই তলানিতে যাবে। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি।  
   
নেপাল ম্যাচ নিয়ে খুব সিরিয়াস দেখা গেল বাংলাদেশ অধিনায়ককে।

‘আমাদের সামনের ম্যাচে খেলা পড়েছে নেপালের সঙ্গে। সুতরাং আমাদের এসব টিমের সঙ্গে বেশি সিরিয়াস থাকতে হবে। এদের সঙ্গে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমাদের নজর থাকবে যেন কোনো দুর্ঘটনা যাতে না হয় সেদিকে। ’

নেপালের বিষয়ে তেমন কোনো ধারণা নেই বাংলাদেশের। এ বিষয়ে জানতে চাইলে মেহেদি হাসান মিরাজ বলেন, ভারতের সঙ্গে নেপালের খেলার দিন আমরা কিছুক্ষণ খেলা দেখেছি। আমরা যদি আমাদের ভালো খেলাটা খেলি, সেরা খেলাটা খেলি, তাহলে মনে হয় না নেপাল আমাদের বিপক্ষে ভালো কিছু করতে পারবে। তবে নেপালকে ছোট করে দেখার কিছু নেই। কোয়ার্টার ফাইনালে কিন্তু ভালো দলগুলোই ওঠে।

এরপর অবশ্য বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘আমাদের জন্য সব দরজা খোলা, আমরা যদি আমাদের নিজেদের খেলা খেলে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। ’

নেপালের কোন বিশেষ জিনিসটি চোখে ধরেছে এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়কের মত, ‘আসলে আমি ওদের কয়েকজন ব্যাটসম্যানকে দেখেছি, ওরা খুবই অ্যাটাকিং খেলার চেষ্টা করে। প্রত্যেক বলে অ্যাটাক করার চেষ্টা করে। আমাদের বোলাররা আছেন। আমাদের সতর্ক থাকতে হবে, ভালো করতে হবে। ’

বাংলাদেশ সময় ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
টিএইচআইএসএটিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।