ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তীরে এসে তরী ডুবলো জিম্বাবুয়ের, শেষ আটে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
তীরে এসে তরী ডুবলো জিম্বাবুয়ের, শেষ আটে ক্যারিবীয়রা

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে তীরে এসে তরী ডুবেছে জিম্বাবুয়ে যুবাদের। শেষ মুহূর্তের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজ অ-১৯ দলের কাছে ২ রানে হার মানে তারা।

এ জয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো ক্যারিবীয় যুবারা।

এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, নেপাল ও নামিবিয়া গ্রুপ পর্বের বাধা টপকে নকআউট পর্ব নিশ্চিত করে।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচটিতে যারা জিতবে তারাই কোয়ার্টার ফাইনালে উঠবে, এমন সমীকরণকে সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (০২ ফেব্রুয়ারি) নামে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ যুবাদের দেয়া ২২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের দিকেই ছুটছিল তারা। তবে শেষ ১৫ রানে চার উইকেট হারালে ৪৯ ওভারে ২২৪ রানে থেমে যেতে হয় জিম্বাবুইয়ান যুবাদের।
 
ওপেনার শন স্নাইডারের অর্ধশতকে (৫২) শুরু থেকেই জয়ের পথে ‍হাঁটতে থাকে জিম্বাবুয়ে। তবে স্নাইডারের বিদায়ের পর তাদের ম্যাচ জয় কঠিন হয়ে পড়ে। ১৪৭ রানে নিজেদের ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে থাকা দলকে টেনে তোলেন অ্যাডাম কিফে ও ওয়েসলি ম্যাডহেভার। ৬২ রানের জুটিটি ভাঙে ২০৯ রানে গিয়ে। ৪৭ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন কিফে।

ওয়েসলি ম্যাডহেভারের সঙ্গে উইকেটে থেকে বাকী কাজটুকু সারতে থাকেন আলজারি জোসেফ। তবে শেষ মুহূর্তে এ দুই ব্যাটসম্যান বিদায় নিলে টেল এন্ডার ব্যাটসম্যানরা ম্যাচে ফেরাতে পারেনি জিম্বাবুয়েকে। জিম্বাবুয়ে যুবাদের শেষ ব্যাটসম্যান হিসেবে রিচার্ড এনজারাভা দুর্ভাগ্যজনক রান আউট হলে উৎসবে মাতে ক্যারিবীয় যুবারা।

ওয়েস্ট ইন্ডিজ যুবাদের হয়ে আলজারি জোসেফ একাই নেন চারটি  উইকেট। ম্যাচসেরাও হয়েছেন এই পেস বোলার।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৬ রান করে। সামার স্প্রিংগার সর্বোচ্চ ৬১ রান করেন। ‌ এছাড়া ওপেনার তেভিন ইমলাচ ৩১ ও গিদরন পোপ করেন ৩০ রান।

রুগারি মাগারিরা তিনটি ও ওয়াসলি ম্যাডহিভার দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসকে/আরএম

** শেষ আটে যেতে জিম্বাবুয়ের দরকার ২২৭ রান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।