ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের ভাষার জন্য প্রাণ দেওয়া বাঙালির বীর সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ভাষাশহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) সর্বস্তরের জনতার পাশাপাশি মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণে ছুটে যান টাইগার ক্রিকেটাররা।



কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না পারলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মাশরাফি বাহিনী।
 
এ সময় অধিনায়ক মাশরাফি ছাড়াও উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, সাব্বির রহমান সহ দলের অন্য সদস্যরাও। দলের সঙ্গে ছিলেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।