ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বাংলাদেশ-ভারত ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাত পোহালেই মিরপুরে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের আসর। বুধবার (২৪ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে মোকাবেলা করবে ভারত।

দারুণ উত্তেজনায় ঠাসা এই ম্যাচটি দেখতে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ বয়ে আনতে পারে বৃষ্টি। কেননা বৃষ্টির কারণে ম্যাচটি নাও হতে পারে বলে জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান।
 
বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কীনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আজ রাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। আর ঢাকায় আগামীকাল দুপুরের পর ঝড়ো বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ’
 
এশিয়া কাপে বৃষ্টির বাগড়া প্রসঙ্গে তিনি আরও জানান ‘শুধু আগামীকালই নয়, বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে পরের দিনও। তাহলে যা দাঁড়াচ্ছে সেটা হলো, বৃষ্টি বাধায় পণ্ড হতে পারে বৃহস্পতিবারের (২৫ ফেব্রুয়ারি) ম্যাচও। ’

উল্লেখ্য, বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও আরব আমিরাতের  মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।