ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় হার আমিরাতের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ব্যাটিং ব্যর্থতায় হার আমিরাতের ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বল হাতে দারুণ  করলেও ব্যাট হাতে পথ হারালো আরব আমিরাত। দুর্দান্ত বোলিংয়ে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার স্কোরকে ১২৯ এ  আটকে রেখেও ব্যাটিং ব্যর্থতায় ১৪ রানের হার দেখতে হলো আমিরাতকে।



বাছাইপর্বে লড়াকু ক্রিকেট খেলে মূলপর্বে উঠে আসা আরব আমিরাত এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল। তবে শ্রীলঙ্কার শক্তিশালী বোলিং আক্রমণের কাছে শেষ পর্যন্ত এ রান টপকানোও সম্ভব হয়নি তাদের। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে তারা করতে পেরেছে ১১৫ রান।
  
১৩০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই দলের ইনফর্ম ব্যাটসম্যান রোহান মুস্তফার উইকেট হারায় তারা। মালিঙ্গার ফুলার লেংথের ইনসুইংয়ে এলবিডব্লুউ হন মুস্তফা। শুরুর ধাক্কা আর কাটিয়ে ওঠা হয়নি আমিরাতের। প্রথম উইকেট পতনের কিছু পরই টপঅর্ডারের আরও তিন ব্যাটসম্যান ফেরেন সাজঘেরে। চার ওভারের মাঝে ১৬ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়ে আমিরাত। ৬ নম্বরে ব্যাটিংয়ে নামা স্বপ্নীল পাতিলের ৩৭ রান কেবল হারের ব্যবধানটুকুই কমিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে আমজাদ জাভেদের ব্যাট থেকে।

লঙ্কান দলপতি লাসিথ মালিঙ্গা সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। তিনটি উইকেট নেন নুয়ান কুলাসেকারা। এছাড়া রঙ্গনা হেরাথ নেন দুটি উইকেট।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে আমিরাতের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশ-ভারত ম্যাচের মতো ঘাসে ভরা উইকেট না হলেও ছিল হালকা ঘাসের ছোঁয়া। শুরুতে আমিরাত বোলাররা উইকেটের সুবিধা কাজে লাগাতে না পারলেও পরে দারুণ বোলিং করেন। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিডিয়াম পেসার আমজাদ জাভেদ।

আমিরাতের ভালো বোলিং আক্রমণের মাঝেও দারুণ এক অর্ধশতক করেন দিনেশ চান্দিমাল। তবে পঞ্চাশ ছুঁয়েই তাকে ফিরতে হয় সাজঘরে। উইকেটে ওয়েলসেট হয়েও বড় ইনিংস বড় করতে পারেননি তিলকারত্নে দিলশান। আউট হয়েছেন ২৭ রান করে। ৭৯ রানে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পতনের পর সাজঘরে আসা-যাওয়ার মধ্যে থাকে লংকান মিডলঅর্ডার। ৬৮ রানের উদ্বোধনী জুটির পর বাকি সব জুটি মিলে এসেছে আর মাত্র ৬১ রান। লঙ্কান ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ১০ রান করে এসেছে সিহান জয়সুরিয়া ও চামারা কাপুগেদারার ব্যাট থেকে।

সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন আমজাদ জাভেদ। প্রথম স্পেলে ২ ওভারে ২১ রান দিলেও শেষে ফিরে দুটি উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার মোহাম্মদ শাহজাদ। চার ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নাভিদ।

শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে বোলিংয়ে চাপে রাখা এ ম্যাচে বড় প্রাপ্তি আরব আমিরাতের। এ ম্যাচের প্রাপ্তির যোগফল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কাজে লাগাতে চাইবে আরব আমিরাত। শুক্রবার তারা মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের।

** ব্যাটিং ব্যর্থতার পরও লঙ্কানদের দুর্দান্ত জয়
** আমিরাতের বোলিংয়ের সামনে নড়বড়ে শ্রীলঙ্কা

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।