ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন মালিঙ্গা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
নিজের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন মালিঙ্গা ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: এশিয়া কাপের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১২৯ রানে অলআউট হয়ে লজ্জায় পড়ে শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের ব্যাটিং ব্যর্থতার দিনে ঠিকই জ্বলে ওঠে তাদের বোলিং ডিপার্টমেন্ট।

  বোলিংয়ে আলো ছড়ান অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

চার ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নিয়ে ধসিয়ে দেন আমিরাতের টপঅর্ডার। মালিঙ্গার মারাত্মক বোলিংয়ে খুব বেশি দূর যেতে পারেনি আরব আমিরাত। ২০ ওভারে ৯ উইকেটে তারা করতে পেরেছে ১১৫ রান। আর তাতে ১৪ রানের জয় নিয়ে শ্রীলঙ্কার এশিয়া কাপ অভিযান শুরু।

এ দিনের ম্যাচসেরা লাসিথ মালিঙ্গা সংবাদ সম্মেলনে এসে বেশ ক্লান্ত। জয়ের জন্য আনন্দিত হলেও নিজের ফিটনেস নিয়ে মোটেও সন্তুষ্ট নন এ ডানহাতি পেসার। নিজেই জানালেন, ‘ইনজুরিটা পুরোপুরি সেরে উঠেনি, ৬০ থেকে ৭০ শতাংশ ম্যাচে দিতে পেরেছি। শতভাগ দিতে পারিনি, পারছি না। ফিটনেস নিয়ে আমি সন্তুষ্ট নই। জানি না পরের ম্যাচগুলোতে কী করতে পারবো, তবে সেরাটা দেয়ার চেষ্টাই থাকবে। ’

পুরোপুরি ফিট না হতে পারলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসর নিয়ে নিতে পারেন বলেও ইঙ্গিত দেন মালিঙ্গা, ‘আমি টি-টোয়েন্টিতে দলের অভিজ্ঞ ক্রিকেটার। আমার দায়িত্ব আছে। এশিয়া কাপ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিটনেসে ঘাটতি থাকলে এ দুটিই হতে পারে শ্রীলঙ্কার হয়ে আমার শেষ টুর্নামেন্ট। ’

গত বছরের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ চলাকালীন হাঁটুর ইনজুরিতে পড়েন মালিঙ্গা। ফিটনেস সমস্যার কারণে ডিসেম্বরে কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজ থেকেও ছিটকে যান ৩২ বছর বয়সী এ ডানহাতি পেসার। খেলেননি ভারতের বিপক্ষে সিরিজেও।

তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পান দিনেশ চান্দিমাল। দু’মাস বিশ্রাম শেষে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আবারও অধিনায়ক হয়ে শ্রীলঙ্কা দলে ফেরেন মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।