ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ে ফেরার লড়াইয়ে নামবে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জয়ে ফেরার লড়াইয়ে নামবে টাইগাররা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: আর কয়েক ঘণ্টা বাদেই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নবাগত সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।



চলতি আসরে দুই দলই প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে এক নম্বরে থাকা ভারতের বিপক্ষে ৪৫ রানে হারে বাংলাদেশ। অপরদিকে, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েও মাত্র ১৪ রানের পরাজয় বরণ করে আমিরাত। ফলে, দুই দলই নিজেদের প্রথম জয়ের সুবাস পেতে চায়।

বাছাইপর্বের চমক জাগানিয়া দল হিসেবে মূলপর্বে জায়গা করে নেয় আমিরাত। টানা তিন ম্যাচ জেতা দলটি লঙ্কানদের বিপক্ষে জিততে না পারলেও চাইবে স্বাগতিকদের হারিয়ে আরেকবার নিজেদের সেরাটা প্রমাণ করার। অপরদিকে আমিরাতকে হারাতে না পারলে ফাইনালের দৌড়ে টিকে থাকা বড্ড কঠিন হয়ে যাবে টাইগারদের জন্য।

কারণ, মাশরাফি বাহিনীর পরের দুই প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান আর শ্রীলঙ্কা। ২৮ ফেব্রুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লঙ্কানদের বিপক্ষে খেলার পর টাইগারদের ০২ মার্চ মোকাবেলা করতে হবে শোয়েব মালিক-শহীদ আফ্রিদিদের পাকিস্তানকে।

এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজ খেলেছে তামিম-সাকিব-মুশফিক-সৌম্যরা। প্রথম দুটি ম্যাচে টাইগাররা জয় পেলেও খুলনায় পরের দুটি ম্যাচেই হেরেছে মাশরাফিরা। ফলে, এশিয়া কাপের প্রথম ম্যাচে টিম ইন্ডয়ার বিপক্ষে জিততে ব্যর্থ বাংলাদেশ চাইবে টানা চতুর্থ ম্যাচটিতে হারের লজ্জা এড়াতে।

এর আগে একবারই আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০০৮ সালের জুনে লাহোরে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচটিতে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরির সুবাদে ৯৬ রানের দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। ৩০১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২০৪ রানেই গুটিয়ে গিয়েছিল আমিরাত।

তবে এবার টি-২০ ফরমেটে এশিয়া কাপ হওয়ায় আমিরাতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সে তাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বাছাইপর্বে আফগানিস্তান, ওমান ও হংকং তিনটি দলকে হারিয়েই মূল পর্বে নাম লেখায় আমিরাত ক্রিকেট দল।
এশিয়া কাপে টিকে থাকার মিশনে অামিরাতের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কিন্তু, কাজটি যে সহজ হবে না তা ভালো করেই জানেন মাশরাফি।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার,  মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরাফাত সানি, ইমরুল কায়েস।

আরব আমিরাত স্কোয়াড: আমজাদ জাভেদ, ফাহাদ তারিক, ফারহাদ আহমেদ, মুহাম্মদ কলিম, রোহান মুস্তাফা, শাইমান আনোয়ার, মোহাম্মদ শাহজাদ, মুহাম্মদ উসমান, কাদির আহমেদ, সাকলাইন হায়দার, স্বপ্নীল পাতিল, আহমেদ রাজা, মোহাম্মদ নাভীদ, উসমান মুস্তাক, জহির মাকসুদ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

** আমিরাতকে গুরুত্ব দিয়েই মাঠে নামবেন মাশরাফিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।