ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিনের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ফিনের বিশ্বকাপ শেষ ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন ফাস্ট বোলার স্টিভেন ফিন। তার পরিবর্তে দলে ঢুকছেন লাইম প্ল্যাঙ্কেট।

এর আগে ইনজুরির কারণে আমিরাত সফর ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি ফিন।

ফিন ইনজুরিতে থাকলেও তিনি ইংলিশ দলের তিনটি ফরম্যাটেই নিজের প্রাধান্য বজায় রেখেছিলেন। আর ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় তার বোলিং ইংলিশদের জন্য কার্যকরীও ছিলো।

প্ল্যাঙ্কেট এর আগে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাননি। তবে পাকিস্তানের বিপক্ষে গত আমিরাত সফরে টি-২০তে ভালো করায় দ্বিতীয়বার সুযোগ পান তিনি। দলে তিনি ছাড়াও অন্য পেসাররা হলেন, ডেভিড উইসি, রিসে টপলি, ক্রিস জর্ডান ও বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।