ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি

ঢাকা: ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ায় স্বস্তি ফিরেছে দেশের ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখার পর যথাসময়ে বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এমন সিদ্ধান্তের জন্য ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২৬ আগস্ট) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমরা ইসিবিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই বংলাদেশ সরকার ও সরকারের অন্যান্য সব প্রতিষ্ঠানকে, যারা ইংল্যান্ডের সফরকে কেন্দ্র করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইসিবি ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তুতি ও নিশ্চয়তার ভিত্তিতেই ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে আবার তাদের ধন্যবাদ প্রাপ্য। ’

‘তারা আমাদের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রেখেছে। আমরা আশা করি, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে ইংল্যান্ডের সফর সুন্দর ও সফলভাবে শেষ করতে পারবো। ’-যোগ করেন নিজাম উদ্দিন চৌধুরী।

অপর এক প্রতিক্রিয়ায় বিসিবির ক্রিকেট পরিচালনা  বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ইংল্যান্ড বাংলাদেশ সফর নিশ্চিত করায় নিরাপত্তা ইস্যুতে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। ’

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর অ্যালিস্টার কুকদের ঢাকায় আসার কথা। ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। সিরিজকে সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলন করছেন মাশরাফি-সাকিব-তামিমরা।

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।