ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখার পর যথাসময়ে বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন সিদ্ধান্তের জন্য ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২৬ আগস্ট) পাপন জানান, ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না। আমি যেখানেই গিয়েছি সেখানেই সকলে আমাকে জিজ্ঞেস করতো ইংলিশদের আসা-না আসা নিয়ে। সবাই বলেছিল তারা কবে আসবে? কবে এদেশের মাটিতে আরেকটি সিরিজ আয়োজিত হবে? তাদের চাওয়া, তাদের দোয়া বৃথা যায়নি। সঠিক সিদ্ধান্ত নিয়েই ইংল্যান্ড বাংলাদেশে আসছে। ’

এ সময় পাপন আরও জানান, ‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তিনি নিজেই নিরাপত্তার বিষয়গুলো তদারকি করেন। এর আগেও দেখেছি (অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ইস্যুতে) তিনি নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের পরিকল্পনা অনুযায়ী সফরকারী দলটিকে নিরাপত্তা দেওয়া হবে। যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করা হবে। ’

ইংল্যান্ড দলের সঙ্গে তাদের সমর্থক আর দেশটির সংবাদকর্মীদের প্রসঙ্গে পাপন বলেন, ‘বাংলাদেশ সফরে আসা ইংলিশ সমর্থক এবং তাদের সাংবাদিকদের আমরা পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। আমরা যে প্ল্যান তাদের প্রতিনিধি দলকে দিয়েছি, তারা চাইলে তার থেকেও বেশি নিরাপত্তা দেওয়া হবে। আমরা মানসিক দিক দিয়ে সেভাবেই প্রস্তুত। ’

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ইংলিশদের। ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৬
এমআরপি/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।