ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটকে এগিয়ে নিতে ভারতকে ছাড়া চলবে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
ক্রিকেটকে এগিয়ে নিতে ভারতকে ছাড়া চলবে না ছবি: সংগৃহীত

ঢাকা: একদিকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি) অপরদিকে শক্তিশালী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুটি সংস্থাই এখন সম্মুখ যুদ্ধে।

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর আইসিসিকে হুমকি দিয়ে রেখেছেন, ‘বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নিতে হলে ভারতকে ছাড়া চলবে না। ’

দ্বি-স্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাবে ভারত সায় দেয়নি। তাতে আইসিসি কিছুটা ক্ষোভ ঝেড়েই বিসিসিআইকে ফিনান্স কমিটি থেকে ছেঁটে ফেলে। তাতে পিছু হটেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্টো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় বিসিসিআই৷ এমনকি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে আসার হুমকিও দেয় ভারত৷

বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানান, ‘আমরা দ্বি-স্তরীয় টেস্ট ব্যবস্থার প্রতিবাদ করেছি৷ কারণ এমনটা হলে বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দলগুলো বিশ্বের সেরা দল গুলোর বিপক্ষে খেলার সুযোগ হারাতো৷ আমরা চাই বিশ্ব ক্রিকেট আরও এগিয়ে যাক৷ কিন্তু ভারতের সাহায্য ছাড়া তা কখনও সম্ভব নয়৷’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সবসময় ক্রিকেটের উন্নতি চাই৷ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়ার সময় থেকেই বিশ্ব ক্রিকেটে নিজেদের ভূমিকা পালন করে আসছে বিসিসিআই৷ সব সময়ই আমরা ছোটো ছোটো দেশগুলোর পাশে দাঁড়িয়েছি। সব সময়ই ক্রিকেটের স্বার্থে ভালো কিছু চিন্তা করেছি। বিসিসিআই যখন বিশ্ব ক্রিকেট নিয়ে চিন্তা করা শুরুই করেনি, তখন থেকেই আমাদের বোর্ড ক্রিকেটকে এগিয়ে নিতে চিন্তা শুরু করে। ’

দ্বি-স্তর টেস্টের বিরোধিতা করে ভারতের সঙ্গে যোগ দিয়েছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে। ফলে, আইসিসি বাধ্য হয় দ্বি-স্তর টেস্ট প্রস্তাব বাতিল করতে।

অনুরাগ ঠাকুর আরও জানান, ‘বর্তমানে অন্য দেশগুলো চাইছে ভারতের মতো অর্থ উপার্জন করতে। আমরা যখন চেয়েছি বোর্ডের কিছু শেয়ারের অংশ কর্তন করে ছোটো দেশগুলোর মাঝে বন্টন করতে তখন আইসিসি সেটি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সব সময়ই চেষ্টা করেছি ক্রিকেটের স্বার্থে ভালো কিছু করতে। ’

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।