ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক ধোনি মহেন্দ্র সিং ধোনি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ কানপুরে নিজেদের ইতিহাসে ৫০০তম টেস্ট খেলতে নেমেছে ভারত। এর অগে বিভিন্ন সংবাদমাধ্যম ভারতের সর্বকালের টেস্ট দল বাছাই করেছে।

যেখানে সর্বশেষ ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিনে করা এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ইতোমধ্যে টেস্ট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনিকে।

অথচ এই দলে ছিলেন সুনীল গাভাস্কার, কপিল দেব ও মোহাম্মদ আজহারউদ্দিনের মতো সাবেক সফল অধিনায়করা। এই দলে অবশ্য জায়গা হয়নি সৌরভ গাঙ্গুলীর। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার করা ভারতীয় একাদশে জায়গা পেয়েছিলেন সৌরভ।

দলে গাভাস্কারের সঙ্গে ওপেনার হিসেবে আছেন বীরেন্দ্রর শেওয়াগ। টপঅর্ডারে অন্য ব্যাটসম্যানরা হলেন রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষন। উইকেটরক্ষক হিসেবে থাকছেন অধিনায়ক ধোনিই। পেস আক্রমণ সামলাবেন কপিল দেব, জাভাগাল শ্রীনাথ, জহির খান। স্পিনের দায়িত্বে থাকছেন অনিল কুম্বলে, বিষেন সিং বেদি। মোহম্মদ আজহারউদ্দিনকে রাখা হয়েছে দ্বাদশ প্লেয়ার হিসেবে।

উইজডেন টেস্ট একাদশ: সুনীল গাভাস্কার, শেওয়াগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষন, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, জহির খান, বিষেন সিং বেদি, মোহম্মদ আজহারউদ্দিন (দ্বাদশ প্লেয়ার)।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।