ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫০০তম টেস্টে ভারতের ২৯১/৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
৫০০তম টেস্টে ভারতের ২৯১/৯ ছবি: সংগৃহীত

ঢাকা: কানপুরের গ্রিন পার্কে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন স্বাগতিক টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৯১ রান। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫০০তম ম্যাচ খেলতে নেমেছে সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, কপিল দেবের ভারত।

শুরুটা ভালো করলেও লাঞ্চের পর খেই হারিয়ে ফেলে বিরাট কোহলির দল।

আগে ব্যাটিংয়ে নামা ভারতের ওপেনার লোকেশ রাহুল আর মুরালি বিজয় ৪২ রান সংগ্রহ করেন। রাহুল ৩২ রানে ফিরলেও বিজয় করেন ৬৫ রান। তিন নম্বরে নামা চেতস্বর পুজারার ব্যাট থেকে আসে ৬২ রান। দলীয় ১৫৪ রানের মাথায় ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটে।

চার নম্বরে নামা দলপতি কোহলি ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন। আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ১৮ রান। আর রোহিত শর্মা করেন ৩৫ রান। অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে আসে আরও ৪০ রান।

দিন শেষে ১৬ রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা এবং ৮ রানে অপরাজিত আছেন উমেস যাদব।

সফরকারী কিউইদের হয়ে তিনটি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্যান্টনার। এছাড়া একটি করে উইকেট নেন ওয়াগনার, ক্রেইগ আর ইশ সোধি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।