ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঐতিহাসিক টেস্টে চালকের আসনে কোহলিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ঐতিহাসিক টেস্টে চালকের আসনে কোহলিরা ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের টেস্ট ইতিহাসে ৫০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখতে ভালোভাবেই এগোচ্ছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১৫ রানের লিড টিম ইন্ডিয়ার।

তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেটে ১৫৯।

মুরালি বিজয় ৬৪ ও চেতশ্বর পুজারা ৫০ রানে অপরাজিত আছেন। লেগস্পিনার ইশ শোধির বলে রস টেইলরের ক্যাচে পরিণত হন ওপেনার লোকেশ রাহুল (৩৮)।

এর আগে কানপুরের গ্রিন পার্কে ভারতের ৩১৮ রানের জবাবে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানেই ছিল সফরকারীরা। কিন্তু এক উইকেটে ১৫২ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে কিউরা। অশ্বিন-জাদেজার স্পিন ঘূর্ণিতে ২৬৩ রানে গুটিয়ে যায় ব্লাক ক্যাপসদের ইনিংস।

সর্বোচ্চ ৭৫ রান আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। মার্টিন গাপটিল ২১, টম লাথাম ৫৮, লুক রনকি ৩৮, মিচেল স্যান্টনার ৩২ ও বিজে ওয়াটলিং ২১ রান করে আউট হন।

একাই পাঁচটি উইকেট দখল করেন জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন ৪টি ও বাকি উইকেটটি নেন পেসার উমেশ যাদব।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।