ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা মেট্রোর হয়েই এনসিএল খেলবেন আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ঢাকা মেট্রোর হয়েই এনসিএল খেলবেন আশরাফুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিনেই ঢাকার বাইরের দুই ভেন্যু খুলনা ও বগুড়ায় শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৮তম আসর। নিষেধাজ্ঞা কাটিয়ে মোহাম্মদ আশরাফুল এ লিগ দিয়ে আবারও ফিরছেন ক্রিকেট মাঠে।

যেখান থেকে ক্যারিয়ার শুরু করেছিলন সেই ঢাকা মেট্রোর হয়েই খেলবেন চারদিনের ম্যাচের এ আসরে।

প্রথম রাউন্ডের ম্যাচে রোববার (২৫ সেপ্টেম্বর) আশরাফুলদের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। খেলা হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এ মাঠে সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচে রাজশাহীর বিপক্ষে ১৩৩ করেছিলেন আশরাফুল।  

একই দিনে খুলনায় বরিশাল বিভাগের মোকাবেলা করবে খুলনা বিভাগ। এছাড়া টায়ার-২ এর লড়াইয়ে সিলেটে রংপুর বিভাগের মোকাবেলা করবে চট্টগ্রাম বিভাগ। আর রাজশাহীতে সিলেট বিভাগের মুখোমুখি হবে রাজশাহী বিভাগ।
 
এবারের জাতীয় লিগ পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে কোম্পানিটি। চুক্তি মোতাবেক প্রথম বছর ৫০ লাখ টাকা ও অংশগ্রহণকারী ৮টি দলের জার্সির স্পন্সর থাকবে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় বছর ৬০ লাখ টাকা ও জার্সি এবং তৃতীয় বছর ৭০ লাখ টাকা ও জার্সি সরবরাহের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
 
অংশগ্রহণকারী ৮ দলের স্কোয়াড:

ঢাকা মেট্টো: মার্শাল আইয়্যুব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র, মেহেদী মারুফ, আরাফাত সানি, সাদমান ইসলাম অনিক, আসিফ আহমেদ রাতুল, মো. শহিদ, শহিদুল ইসলাম, আবু হায়দার রনি, জাভেদ হোসেন, জুবায়ের হোসেন লিখন ও সৈকত আলী।


রাজশাহী বিভাগ: জহুরুল ইসলাম অমি, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম, মুক্তার আলী, দেলোয়ার হোসেন, হামিদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মাইশুকুর রহমান, মামুন হোসেন ও সুজন হাওলাদার।

ঢাকা বিভাগ: মোহাম্মদ শরীফ, শুভাগত হোম চৌধুরী, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, জাহিদুজ্জামান, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, জয় রাজ শেখ ইমন, কাজী শাহাদাত হোসেন, মো. আজিম ও মাহবুবুল আলম রবিন।

বরিশাল বিভাগ: কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নফিস, সোহাগ গাজী, মনির হোসেন, শাহিন হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন, তৌহিদুল ইসলাম, গোলাম কবির সোহেল, মো. আল-আমিন, আবু সায়েম চৌধুরী, আহসান আবির ও শাওন গাজী।

খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, মো. মিথুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, নূরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, আব্দুল হালিম, নাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন রাহি, এনামুল হক বিজয়, মো. আল-আমিন হোসেন ও মাহমুদুল হক শান্ত।  

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন, রুম্মন আহমেদ, অলক কাপালী, রাজিন সালেহ, সাদিকুর রহমান, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, জাকির হাসান, ইমরান আলী, শাহনাজ আহমেদ, এবাদত হোসেন ও শাহনুর রহমান।

রংপুর বিভাগ: সাজিদুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফুল হক, লিটন কুমার দাস, তানভির হায়দার, ধীমান ঘোষ, সাদমান হোসেন, মাহমুদুল হাসান লিমন, সন্দিপ সাহা, নবিন ইসলাম, সায়মন আহমেদ, শুভাশিষ রায় ও আলাউদ্দিন বাবু।

চট্টগ্রাম বিভাগ: মুমিনুল হক, নাজিমুদ্দিন চৌধুরী, তাসামুল হক, মাহবুবুল করিম, ইয়াসিন আলী রাব্বি, ইরফান শুক্কুর, মো. সাইফুদ্দিন, মো. জসিম উদ্দিন, সাজ্জাদুল হক রিপন, ইয়াসির মিশু, হোসেন আলী, ইফতেখার সাজ্জাদ ও আসিফ আহমেদ।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।