ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বাধায় ব্যাটিংয়ে নামা হয়নি আশরাফুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বৃষ্টি বাধায় ব্যাটিংয়ে নামা হয়নি আশরাফুলের ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে বৃষ্টির কারণে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং উপভোগ থেকে বঞ্চিত হলেন দর্শকরা! রোববার (২৫ সেপ্টেম্বর) প্রথম শ্রেণির প্রতিযোগিতা ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ২০১৬-১৭ মৌসুমের পর্দা উঠে।

আশরাফুলকে একাদশে রেখেই টস জিতে ঢাকা বিভাগের বিপক্ষে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো।

আবহাওয়াজনিত কারণে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনে মাত্র ১৫ ওভারের খেলা মাঠে গড়ায়। মেট্রোর সংগ্রহ দুই উইকেটে ৪৭। শামসুর রহমান ১১, অাসিফ আহমেদ ১৫ রান করে আউট হন। সাদমান ইসলাম ১৮ ও অধিনায়ক মার্শাল আইয়ুব ১৩ বলে রানের খাতা না খুলে অপরাজিত রয়েছেন। দু’টি উইকেটই নেন পেসার মোহাম্মদ শরিফ।

চারটি ম্যাচের তিনটিতেই বৃষ্টি হানা দেয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা বিভাগের বিপক্ষে ৪৩ ওভারে তিন উইকেটে ১৬৫ রান করে বরিশাল। ফজলে রাব্বির ব্যাট থেকে আসে ৮২। ৭৬ রানে অপরাজিত শাহরিয়ার নাফিস। অন্যদিকে, বৃষ্টির কারণে সিলেট-রাজশাহী ম্যাচে ২৭.৩ ওভারে ৯৪ রান তুলতে দুই উইকেট হারায় জহুরুল ইসলামের রাজশাহী। জুনায়েদ সিদ্দিক ২৬ ও ৩০ রানে অপরাজিত ফরহাদ হোসেন।

কেবল চট্টগ্রাম ও রংপুর বিভাগের মধ্যকার চারদিনের ম্যাচটিই পুরো দিন চলে। নাজিম উদ্দিন ৪৩, দলপতি মুমিনুল হক ৪৬, তাসামুল হক ৫২ (রান আউট) ও ইয়াসির আলীর ৯০ রানে ভর করে পাঁচ উইকেটে ১৯৪ রান (৮৭ ওভার) নিয়ে দিনের খেলা শেষ করে চট্টগ্রাম। সাজ্জাদুল হক ১০ ও ইরফান শুক্কুর ১৮ রানে অপরাজিত রয়েছেন। আলাউদ্দিন বাবু দু’টি ও একটি করে উইকেট নেন শুভাশিষ রায় ও মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।