ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল-৪

মোসাদ্দেক-নাসিরকে রেখে দিল ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
মোসাদ্দেক-নাসিরকে রেখে দিল ঢাকা ডায়নামাইটস ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ০৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। এবারের আসরে পুরনো দলগুলো সুযোগ পেয়েছে তাদের পুরনো দু’জন করে ক্রিকেটারকে দলে রেখে দেয়ার।

সে সুযোগ কাজে লাগিয়ে পুরনো পাঁচ ফ্র্যাঞ্চাইজি দশজন খেলোয়াড়কে ধরে রেখেছে।

বুধবার সংবাদ সম্মেলন করে তাদের নাম প্রকাশ করেছে বিপিএল গভর্ণিং কাউন্সিল। সে তালিকা অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ও গতবারের ‘আইকন’ ক্রিকেটার নাসির হোসেনকে ধরে রেখেছে ঢাকা ডায়নামাইটস।

বুধবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এবার প্রতিটি দলকে দুজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ দিয়েছি। সে হিসাবে ঢাকা ডায়নামাইটসে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ইমরুল কায়েস ও লিটন দাস, চিটাগাং ভাইকিংসে তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়, রংপুর রাইডার্সে আরাফাত সানি ও মোহাম্মদ মিথুন এবং বরিশাল বুলসে থাকছেন আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম। ’

এবারের আসরে নতুন দল হিসেবে  ফিরেছে বিপিএলের প্রথম দুটি আসরে অংশ নেয়া  খুলনা ও রাজশাহী। দল দু’টিকে দু’জন করে খেলোয়াড় শুরুতেই নেবার সুযোগ দিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ দল দুটির মধ্যে লটারি করে নির্ধারণ করা হবে কে আগে খেলোয়াড় নেবে।

সাত আইকন ক্রিকেটারকে সমঝোতার মাধ্যমে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে অভ্যস্থ সাকিব আল হাসান রংপুর রাইডার্স ছেড়ে যোগ দিয়েছেন ঢাকা ডায়নামাইটসে। মাশরাফি বিন মর্তুজা থেকে গেছে গত আসরে খেলা কুমিল্লা ভিক্টোরিয়ানসে থেকে গেছেন।

অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ বরিশাল ছেড়ে যোগ দিয়েছেন নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসে। তামিম ইকবাল আগের দল চিটাগং ভাইকিংসে থেকে গেলেও মুশফিকুর রহিম সিলেট ছেড়ে যোগ দিয়েছেন বরিশালে। সাব্বির রহমান নিজ শহর রাজশাহীর হয়ে খেলবেন। সৌম্য সরকার খেলবেন রংপুর রাইডার্সে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।