ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরাটা খেলে সিরিজ জিততে চায় আফগানিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
সেরাটা খেলে সিরিজ জিততে চায় আফগানিস্তান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে ৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয়ে সিরিজে (১-১) সমতায় ফিরেছে তারা।

 

প্র্রথম ম্যাচেও অবশ্য ছিল আফগানদের জয়ের দারুণ সুযোগ। শেষের ভুলে ম্যাচ হাতছাড়া হয় সফরকারীদের। দ্বিতীয় ওয়ানডেতেও একই ভুল করতে যাচ্ছিলো তারা। যার খেসারত সহজ ম্যাচ কঠিন করে জেতা। শেষ পর্যন্ত ২ বল ও ২ উইকেট হাতে রেখে জিতেছে তারা। আগামীকাল (০১ অক্টোবর) মিরপুরে সিরিজের শিরোপা নিধারণী ম্যাচ। এ ম্যাচে ভুলের পরিমান কমিয়ে এবং ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় আফগানিস্তান দল।
 
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদী তাদের দলের লক্ষ্যের কথা জানান সংবাদমাধ্যমকে। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে বাংলাদেশে এসেছি। যদিও দুটি ম্যাচেই আমরা কিছু কিছু ভুল করেছি। আমাদের কোচ বলেছিলেন শেষ পর্যন্ত খেলার। ইনশাআল্লাহ কালকের ম্যাচে আমরা শেষ পর্যন্ত লড়বো এবং সিরিজ জিততে সর্বোচ্চ চেষ্টাই করবো। আশা করি ভালো একটি ম্যাচ হবে। ’
 
আইসিসিরি সহযোগী সদস্য দেশ হয়েও  র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকা দলকে হারাতে পারাকে নিজেদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন হাসমতউল্লাহ, ‘এটা হতে পারে সেরা জয়ের একটি। আমরা এখানে থেমে যেতে ‍চাই না। আমাদের পরিকল্পনা প্রত্যেকটা দলের বিপক্ষেই ভালো ক্রিকেট খেলা, ভবিষ্যতেও ম্যাচ জেতা। ’
 
আফগানিস্তানের স্পিনাররাই সিরিজ নির্ধারণী ম্যাচ পার্থক্য গড়ে দিতে পারে উল্ল্যেখ করে হাসমতউল্লাহ বলেন, ‘আমাদের দলে খুব ভালো মানের স্পিনার রয়েছে। মোহাম্মদ নবী খুব ভালো বল করেছে শেষ ম্যাচে। রশিদ খান বিশ্বের মধ্যেই খুব ভালো একজন স্পিনার। সেও ভালো করছে। আশা করি, স্পিনাররা এ ধারাবাহিকতা ধরে রাখবে এবং ম্যাচে পার্থক্য গড়ে দেবে আগামীকালের ম্যাচে। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।