ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় নাসির, রাজশাহীতে মুমিনুল, রংপুরে রুবেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ঢাকায় নাসির, রাজশাহীতে মুমিনুল, রংপুরে রুবেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আইকন ক্রিকেটার ও বিদেশি তারকা ক্রিকেটারদের বিপিএলে অংশ নেয়া সাতটি দল সমঝোতার মাধ্যমে নিয়ে নেয়ায় প্লেয়ার্স ড্রাফট নিয়ে উত্তাপ-উত্তেজনা গতবারের চেয়ে কম। তারপরও নাসির হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন,  মুমিনুল হকের মতো তারকা ক্রিকেটাররা কে কোন দলে তা জানার আগ্রহ কম নেই ক্রিকেটভক্তদের।

গতবারের  আইকন ক্রিকেটার নাসির হোসেনকে প্লেয়ার্স বাই ড্রাফটে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস। এবার এ দলটির আইকন ক্রিকেটার সাকিব আল হাসান। রাজশাহী কিংসে খেলবেন মুমিনুল হক। গতবার সিলেট সুপারস্টারসে খেলেছিলেন মুমিনুল।

সিলেট সুপারস্টারসসের আরেক ক্রিকেটার রুবেল হোসেনকে নিয়েছে রংপুর রাইডার্স। তাসকিন আহমেদকে রিটেইন প্লেয়ার হিসেবে দলে ধরে রেখেছে চিটাগং ভাইকিংস। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা রনিকে এবার দলে নিয়েছে বরিশাল বুলস।

অন্যদিকে, অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক চতুর্থ আসরে নাম লিখিয়েছেন চট্টগ্রাম ভাইকিংসে। আগের আসরে তার দল ছিল রংপুর রাইডার্স।

প্লেয়ার্স ড্রাফটে টিম ম্যানেজমেন্টের সঙ্গে উপস্থিত আছেন চিটাগং ভাইকিংসের আইকন তামিম ইকবাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন মাশরাফি বিন মর্তুজা ও ঢাকা ডায়নামাইটসের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

** 
শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।