ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনে ভারতের সাত উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
প্রথম দিনে ভারতের সাত উইকেটের পতন ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে শুরুতেই খানিকটা ব্যাকফুটে ভারত! কলকাতা টেস্টের প্রথম দিনে ২৩৯ রান তুলতে সাতটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

হৃদ্দিমান সাহা ১৪ অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

তার সঙ্গী রবীন্দ্র জাদেজা ৬ বছর মোকাবেলায় রানের খাতা খুলতে পারেননি। ওয়ানডাউনে নামা চেতশ্বর পূজারার ব্যাট থেকে আসে ৮৭। এছাড়া অজিঙ্কা রাহানে ৭৭, রবিচন্দ্রন অশ্বিন ২৬ রান করে আউট হন। অধিনায়ক বিরাট কোহলি মাত্র ৯ রান করেই সাজঘরে ফেরেন।

কিউইদের হয়ে ম্যাট হেনরি তিনটি, জিতান প্যাটেল দু’টি আর একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার।

সিরিজ হার এড়াতে এ ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের জয় কিংবা ড্রয়ের বিকল্প নেই। কানপুরে ১৯৭ রানের জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে ৫০০তম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখে টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।