ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোশাররফ রুবেলকে মাশরাফির প্রশংসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
মোশাররফ রুবেলকে মাশরাফির প্রশংসা ছবি: ফাইল ফটো-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দীর্ঘ সাড়ে আট বছর পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। ফিরেই নিজের যোগ্যতার শতভাগ প্রমাণ দিয়েছেন।

আফগানদের বিপক্ষে ৮ ওভার বল করে ২৪ রান দিয়ে ১ মেডেন সমেত তুল নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। দীর্ঘ সময় পর সতীর্থের এমন প্রত্যাবর্তন দারুণ আলোড়িত করেছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

মোশাররফ রুবেলের এই তিন উইকেটই আফগানদের বিপক্ষে বাংলাদেশকে ১৪১ রানের বড় ব্যবধানে সিরিজ জয়ের অন্যতম পাথেয় হিসেবে কাজ করেছে। কেননা মোশাররফ একে একে ফিরিয়েছেন নওরাজ মঙ্গল, হাসমত উল্লাহ শাহেদি ও মোহাম্মদ নবীর মত গুরুত্বপূর্ণ তিন আফগান ব্যাটসম্যানকে। আর তাতেই দলটি ১৩৮ রানে অলআউট হয়েছে।

 
শনিবার (১ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে রুবেলের পারফরমেন্স সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে মাশরাফি বলেন, ‘ও এসেছে রিজার্ভ বেঞ্চ থেকে। আর রিজার্ভ বেঞ্চ থেকে কেউ এসে পারফর্ম করলে দলের আত্মবিশ্বাস আরও বাড়ে। আমি তাকে যে দায়িত্ব দিয়েছি সে সেটাই করেছে। ’

আসছে দিনগুলোতেও রুবেল এমন পারফর্ম করবে বলে বিশ্বাস করেন মাশরাফি। ‘আর আশা করি এতে ওর নিজের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং সামনে সে আরও ভাল করবে। ’        

আফগানদের বিপক্ষে এই সিরিজ জয় ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের জ্বালানি হিসেবে কাজ করবে বলেও জানান দিয়ে রাখলেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, ২ অক্টোবর, ২০১৬
এইচএল/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।