ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডকে আলাদা করে দেখছেন না মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ইংল্যান্ডকে আলাদা করে দেখছেন না মাশরাফি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শুক্রবার (৭ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রতিপক্ষ এই মুহূর্তে সেরা তিন ওয়ানডে দলের একটি ইংল্যান্ড। তবে প্রতিপক্ষের এই বিষয়টিকে আলাদা করে দেখছেন না টাইগার দলপতি মাশরাফি।


 
বিগত দিনের অন্যান্য আট-দশটি সিরিজের মতো ইংলিশদের মনে করছেন মাশরাফি।  আর তাদের বিপক্ষে ভালো কিছু করতে হলে গেল দেড় বছর বাংলাদেশ যে খেলাটি খেলে ঘরের মাঠে টানা ছয়টি ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ঠিক সেই খেলাটি খেললেই হবে বলে তিনি বিশ্বাস করেন।
 
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের ম্যাচপূ্র্ব সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন বাংলাদেশের দিনবদলের এই অধিনায়ক।        
 
‘আমি বিশ্বাস করি, কাউকে সামর্থ্য দেখানোর জন্য আমাদের কেউ খেলে না। তবে প্রতিটি সিরিজ থেকে আমাদের অবস্থান ও পারিপার্শ্বিকতা যদি চিন্তা করেন, আমরা এখন ভালো খেলছি। আমাদের কাজ এখন ধারাবাহিকতা ধরে রাখা। আমাদের কাছে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আলাদা করে দেখছি না এই সিরিজ। কেউই দেখছে না। আরেকটি নতুন সিরিজ, সবাই খুব রোমাঞ্চিত। আমরা যদি ভালো খেলি, সিরিজ জিততে পারি, তাহলে ভালো লাগবে। এটাই আর কী। ’
 
ওয়ানডেতে এ পর্যন্ত ইংলিশদের বিপেক্ষে মোট ১৬ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ১৩ বারেই জিতেছে ইংলিশরা আর তিন বার বাংলাদেশ। উল্লেখ করার মত হলো, সবশেষ দুই ওয়ানডে অর্থাৎ গেল ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পায় টাইগাররা। তাই এই ম্যাচেও জয় ভিন্ন কিছুই ভাবছে না স্বাগতিকরা।

কিন্তু মাশরাফি বিষয়টিকে এভাবে দেখছেন না, ‘গত দুই বিশ্বকাপের দুটি জয় আমাদের জন্য অবশ্যই ভালো স্মৃতি হয়ে আছে। বিশ্বকাপের মতো মঞ্চে হারানো বড় অর্জনও। তবে সবাই আসলে সাম্প্রতিক ব্যাপারটি নিয়েই বেশি ব্যস্ত থাকে। ক্রিকেটার হিসেবে ওটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই। নতুন একটি সিরিজ শুরু হচ্ছে। আমাদের মনোযোগ এটিতে ভালো খেলার প্রতি। ’
 
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডকে আতিথ্য দেবে স্বাগতিক বাংলাদেশ।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।