ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহী কিংসের লোগো ও জার্সি উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
রাজশাহী কিংসের লোগো ও জার্সি উন্মোচন

ঢাকা: বর্ণাঢ্য আয়োজন ও আলো ঝলমলে পরিবেশে জার্সি ও লোগো উন্মোচিত হলো এবারের বিপিএলে অংশগ্রহনকারী অন্যতম দল রাজশাহী কিংসের।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংগীত শিল্পী মমতাজ ও চিত্র নায়ক ফেরদৌসসহ রাজশাহী বিভাগের বরেণ্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, বাংলাদেশের ক্রিকেট আজ অন্য একটি উচ্চতায় অবস্থান করছে। ক্রিকেটের এমন উন্নয়নের সময় বিপিএলে রাজশাহীর অংশগ্রহনে আমরা গর্বিত। আমরা চাই এবারের বিপিএলে চ্যাম্পিয়নের মুকুট জিতে রাজশাহী কিংস বরেন্দ্র অঞ্চলের নাম আরও উজ্জ্বল করুক।

রাজশাহীর ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নে মন্ত্রী রাজশাহীতে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম ও একটি আবাসিক হোটেল প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।     

অনুষ্ঠানে রাজশাহীর আইকন প্লেয়ার সাব্বির রহমান রুম্মনসহ উপস্থিত অতিথিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। আর এই ফ্যাশন শোতে র‌্যাম্প মডেলদের সঙ্গে দলীয়  জার্সি পরে ক্যাট ওয়াক করেন রাজশাহী কিংসের সকল সদস্য।

অনুষ্ঠানে রাজশাহী কিংসের থিম সং পরিবেশন করেন সংগীত শিল্পী মমতাজ।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৬
এইচএল/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।