ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাকী ব্যাটিং অনুশীলনে কুক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
একাকী ব্যাটিং অনুশীলনে কুক ব্যাটিং অনুশীলনে কুক-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে যখন ব্যাট করছে ইংল্যান্ড তখন একাডেমির নেটে ব্যাট হাতে ঘাম ঝড়াচ্ছেন দলটির টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক।  

বাংলাদেশের স্পিনার ও স্পিন সহায়ক উইকেট যে কোনো ব্যাটসম্যানের জন্যই হুমকি।

বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনারের আধিক্য থাকায় ব্যাটিং অনুশীলনে বাঁহাতি নেট বোলারদেরই বেশি মোকাবেলা করছেন এ ইংলিশ ব্যাটসম্যান।

কুক ঢাকায় এসেছেন ০৩ অক্টোবর। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই মূলত টেস্ট সিরিজ শুরুর দুই সপ্তাহ আগে বাংলাদেশে আগমন তার।


 
এ বাঁহাতি ব্যাটসম্যান মিরপুরে অনুশীলন শুরু করেন ০৫ অক্টোবর। গতকালও অনুশীলন করেছেন তিনি। আসন্ন টেস্ট সিরিজকে কুক কতটা গুরুত্ব দিচ্ছেন সেটি বোঝা যাচ্ছে তার এ অনুশীলনেই।
 
চট্টগ্রামে ১২ই অক্টোবর ওয়ানডে সিরিজ শেষ হলে কুক ফিরে যাবেন দেশে। সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিয়ে ফিরবেন টেস্ট সিরিজে। ২০শে অক্টোবর থেকে মাঠে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।   মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২৮ অক্টোবর।
 
১৩৩ টেস্টে ২৯ সেঞ্চুরি ও ৫১ ফিফটিতে ৪৭.৩১ গড়ে অ্যালিস্টার কুক করেছেন ১০৫৯৯ রান। ২০১০ থেকে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৪টি টেস্ট ম্যাচ। ২টি সেঞ্চুরিতে ৬৮.৩ গড়ে করেছেন ৪০১ রান। কুকের টেস্ট অধিনায়কত্ব শুরু বাংলাদেশ থেকেই।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।