ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাগরিকায় তামিমের তিন রানের আক্ষেপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
সাগরিকায় তামিমের তিন রানের আক্ষেপ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের প্রিয় ভেন্যু সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ভেন্যুটিতে এ বাঁহাতি ওপেনারের সামনে ছিল ওয়ানডেতে ব্যক্তিগত ৫০০ রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি।

বুধবার (১২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৪৮ রান করলেই নাম লেখাতেন নতুন চূড়ায়।

ঘরের মাঠে তিন রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন এ দেশসেরা ওপেনার। ২৩তম ওভারে অাদিল রশিদের বলে জেমস ভিঞ্চির ক্যাচবন্দি হওয়ার আগে খেলেন ৪৫ রানের ইনিংস। যেখানে ছিল ৫টি চারের মার।
 
তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নামার আগে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৪৫২ রান নিয়ে মাইফলক ছোঁয়ার অপেক্ষায় ছিলেন তামিম। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘরের ছেলের অপেক্ষাটা বাড়ালো!

 
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে এ মাঠে সর্বোচ্চ রানস্কোরার তালিকায় দ্বিতীয় অবস্থানে সাকিব আল হাসান। ১৫ ম্যাচে ১১টি ইনিংস খেলে এ বাঁহাতি করেছেন ২৩৯ রান।
 
অবশ্য এ ম্যাচ দিয়ে অনন্য এক নজির গড়েছেন তামিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ব্যক্তিগত ৫০০০ রান পূর্ন করেন। এই কীর্তিতে নাম লেখাতে ৩৮ রান দূরে ছিলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।