ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যেখানে জয়ী সাগরিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
যেখানে জয়ী সাগরিকা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রামে গত দুই দিন টানা বর্ষণে ঢাকা ছিল সাগরিকার উইকেট। ধরে নেয়া হচ্ছিলো টানা বর্ষণের পরে উইকেটের আচরণ ভালো হবে না।

মন্থর থাকবে, বল ঠিকমতো ব্যাটে আসবে না। এ জন্যই মূলত টস জিতে আগে বল করার সিদ্ধান্ত ইংলিশ ‍অধিনায়কের। কিন্তু এসব ছাপিয়ে ঠিকই হেসে উঠেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট।

নেই কোনো ময়েশ্চার এবং ভেজা ভাব। টাইগার ব্যাটসম্যানরা বেশ স্বাচ্ছন্দেই মোকাবেলা করছেন ইংলিশ বোলারদের। উইকেটের আচরণও দারুণ স্পোর্টিং। উইকেট নিয়ে যে চ্যালেঞ্জটি ছিল সেটা কিন্তু বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে তুলে নেন ৮০ রান।

তবে ইংলিশদের বোলিং তোপে নিজের ইনিংসটিকে বড় করতে পারেননি ইমরুল ও তামিম। ব্যক্তিগত ৪৬ রানে ইমরুল ফিরেছেন বেন স্টোকসের বলে বদলি খেলোয়াড় ডসনের হাতে ক্যাচ দিয়ে। ইমরুলের ফিরে যাবার পর তামিম ইকবালও পারেননি উইকেটে থিতু হতে। ৪৫ রান করে আউট হন এ বাঁহাতি ব্যাটসম্যান। দ্রুত ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির।

উল্লেখ্য, গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি পড়েছিল বৃষ্টি বাগড়ায়। মনে হচ্ছিলো পরিত্যক্ত হয়ে যাবে ম্যাচটি। পরে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ঠিকই হেসেছিল সাগরিকা। আর বাংলাদেশ সিরিজও জিতেছিল। আজও কি সেই দৃশ্যের মঞ্চায়ন হতে যাচ্ছে সাগরিকায়?

বাংলোদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৬
এইচএল/এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।