ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাত নম্বরে থাকলেও পয়েন্ট হারিয়েছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
সাত নম্বরে থাকলেও পয়েন্ট হারিয়েছে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গত বছর প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে ওঠার স্বাদ পায় বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ছিল ছয় নম্বরে উঠার হাতছানি।

সদ্য শেষ হওয়া দুটি সিরিজের একটিতে জিতলেও লাল-সবুজের জার্সিধারীরা ওয়ানডেতে ছয় নম্বরে উঠতে পারছে না।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হারার পরই শেষ হয়ে যায় টাইগারদের ছয়ে উঠার সম্ভাবনা। কারণ, আফগানদের হোয়াইটওয়াশ করার পর ইংলিশদের সিরিজে হারাতে হতো মাশরাফি বাহিনীকে। আফগানদের বিপক্ষে স্বাগতিকরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। আর ইংলিশদের বিপক্ষে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।

তবে, ইংল্যান্ড সিরিজে একটি ম্যাচ জেতায় আপাতত আর রেটিং পয়েন্ট হারাতে হচ্ছে না বাংলাদেশকে। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান রয়েছে আগের সাত নম্বরেই। কিন্তু, দশ নম্বর দল আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ হারায় সিরিজ জিতেও বাংলাদেশ খুইয়েছে ৩ পয়েন্ট। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে মৌসুম শুরু করেছিল বাংলাদেশ।

এদিকে, ইংল্যান্ডকে ৩-০ তে হারাতে পারলে রেটিং পয়েন্ট বাড়তো টাইগারদের। তবে, ৩-০ ব্যবধানে হারলে পয়েন্ট হারাতেও হতো লাল-সবুজদের। ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশের রেটিং পয়েন্ট আগের ৯৫ এ থমকে গেছে।

গত বছর বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলা বাংলাদেশ পরবর্তীতে নিজেদের মাটিতে টানা পাঁচটি সিরিজ জিতেছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সিরিজ হারিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। এরপর হোয়াইটওয়াশ করে জিম্বাবুয়েকে। আফগানদের হারিয়ে মাঠে নামে ইংলিশদের বিপক্ষে। বিশ্বকাপে খেলতে যাবার আগে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষেও। ফলে, ইংলিশদের হারাতে পারলেই টানা সপ্তম সিরিজ জিততে পারতো টাইগাররা।

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও শীর্ষস্থান ধরে রেখেছে অজিরা। তবে, হারিয়েছে মূল্যবান ছয় পয়েন্ট। ১২৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা অজিরা গিয়ে নেমেছে ১১৮ পয়েন্টে। আর ১১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে প্রোটিয়ারা।

১১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। ১১০ পয়েন্ট নিয়ে কিউইদের পরেই আছে ভারত। আর ১০৭ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে ইংল্যান্ড। ১০১ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাজে ফর্মে থাকা শ্রীলঙ্কা। আর ৯৫ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ।

৮৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পর আট নম্বরে রয়েছে পাকিস্তান। ৮৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। আর ৫২ পয়েন্ট নিয়ে দশে আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।