ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হুইল চেয়ারের ক্রিকেটে চ্যাম্পিয়ন খুলনা সাইক্লোন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
হুইল চেয়ারের ক্রিকেটে চ্যাম্পিয়ন খুলনা সাইক্লোন ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসায় বাঁধা হতে পারেনি শারীরিক প্রতিবন্ধকতা। দুর্দমনীয় ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সব সীমাবদ্ধতা।

জন্মগতভাবে কিংবা কোনো দুর্ঘনায় যারা চলার শক্তি হারিয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পুরনাভা জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর।
 
মঙ্গলবার (১৮ অক্টোবর) শহীদ ক্যাপ্টেন মনসুর আলি হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চিটাগং রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা সাইক্লোন।

 
চিটাগংয়ের দেয়া ৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঁচ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় খুলনা। ইমাদুল ২৮ ও হামিদুল ১৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। একমাত্র উইকেটটি নিয়েছেন আবু বকর।
 
এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৮ রান তোলে চিটাগং। সর্বোচ্চ ৪২ রান আসে আবু বকরের ব্যাট থেকে। খুলনা রাইডার্সের ইমাদুল নেন দুটি উইকেট।

 
হুইল চেয়ার ওয়েলফেয়ার অব বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা’র ব্র্যান্ড পুরনাভা।

টুর্নামেন্টে চারটি দলে অংশ নেয় সারা দেশের ৩২ জন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার। প্রতিটি দলে অংশ নেন আট জন করে ক্রিকেটার।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দু’টি দল হলো ঢাকা জায়ান্টস ও রাজশাহী ওয়ারিয়র্স।
 
ব্যাট হাতে ১০৭ ও বল হাতে চার উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন রাজশাহীর জামাল হোসেন।

ক্রিকেটারদের উৎসাহ যোগাতে মাঠে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল।

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্টের পরবর্তী আসরে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নাফিসা কামাল।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।