ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ চলাকালীন গলফ দেখে বিপাকে ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ম্যাচ চলাকালীন গলফ দেখে বিপাকে ব্রড ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির কাছে ম্যাচ রেফারির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচ চলাকালীন অফিসিয়ালস রুমে বসে ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিজের ব্যবহৃত কম্পিউটারের পর্দায় গলফ খেলা উপভোগ করছিলেন বলে অভিযোগ করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

 

গত মাসে হয়ে যাওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ইংলিশ সাবেক তারকা ক্রিকেটার ক্রিস ব্রড ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠে তার নামে।

গত ৩০ সেপ্টেম্বরে সিরিজের প্রথম ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। ম্যাচ চলাকালীন তিনি রাইডার কাপের গলফ ম্যাচ উপভোগ করছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির আম্পায়ার এবং রেফারিদের সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ আর আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

সে ম্যাচটি চলাকালীন ক্রিস ব্রড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘ক্রিকেট? কিসের ক্রিকেট? পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘রাইডার কাপ। ’ অজিদের অভিযোগের পর তদন্ত করতে গিয়ে দেখা যায় ক্রিস ব্রড সে সময় রাইডার কাপের গলফ ম্যাচ নিয়েই ব্যস্ত ছিলেন। অথচ সে সময় অজি ওপেনার অ্যারন ফিঞ্চের আউট নিয়ে মাঠে অপেক্ষায় ছিলেন ক্রিকেটাররা। আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করা ক্রিস টিভি রিপ্লে তা না দেখেই ফিঞ্চকে আউট ঘোষণা করেন।

৩৩ রান করা ফিঞ্চের বিপক্ষে প্রোটিয়া ফিল্ডাররা ক্যাচের আবেদন করেন। পরে টিভি রিপ্লেতে দেখা যায় ওয়েন পারনেল ক্যাচটি তালুবন্দি করার সময় বলটি মাটি ছুঁয়েছিল। মাঠেও ব্যাটসম্যান ফিঞ্চ এই আউটটি মেনে নিতে পারেননি।

ক্রিস ব্রডের ব্যাপারে আইসিসি কি সিদ্ধান্ত নিয়েছে তা এখনো অফিসিয়ালি কোনো ঘোষণায় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।