ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশে এসে সবার খেলা উচিত: অ্যালিস্টার কুক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, অক্টোবর ৩০, ২০১৬
বাংলাদেশে এসে সবার খেলা উচিত: অ্যালিস্টার কুক ছবি: ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক

ঢাকা: বাংলাদেশকে ক্রিকেট খেলার এক উপযুক্ত স্থান উল্লেখ করে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছেন, বাংলাদেশে সবার এসে খেলা উচিত।

বাংলাদেশে যখন নিরাপত্তা ঝুঁকির ধোঁয়া তুলে টিম অস্ট্রেলিয়া সফর বাতিল করলো তখন একটি সফল সিরিজ শেষে ইংল্যান্ডের অধিনায়ক কুক এই মন্তব্য করলেন।

খেলা শেষে রোববার (৩০ অক্টোবর) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।

কুক আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন সত্যিই দারুণ। ঘরের মাঠে তারা খুবই শক্তিশালী দল। যার প্রমাণ তারা দিলো। এই জয় তাদের ক্রিকেটর জন্য অনেক বড়।

আরও পড়ুন:
কুক বলেছেন, আমার এটা বলা ঠিক নয়, তবে ওরা দারুণ খেলে হারিয়ে দিলো

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।