ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরাজের সতীর্থ হতে তর সইছে না স্যামির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
মিরাজের সতীর্থ হতে তর সইছে না স্যামির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় রয়েছেন অভিষেক টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা টাইগার অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।

আর বাংলাদেশের এই অলরাউন্ডারের সঙ্গে খেলার জন্য মরিয়া হয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা তারকা ড্যারেন স্যামি।

স্যামি এর আগেও বিপিএলের আসরে খেলেছেন। এবার খেলবেন মিরাজের দল রাজশাহী কিংসের হয়ে। এবারই প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণ করতে চলেছেন মিরাজ। তাই এবার মিরাজকে সতীর্থ হিসেবে প্রথমবারের মতো পাচ্ছেন স্যামি।

জাতীয় দলকে দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্যারিবীয় এই অলরাউন্ডার নিজের টুইটার থেকে মিরাজকে নিয়ে টুইট করেন, ‘এই শিহরণ জাগানো প্রতিভার সঙ্গে মাঠে নামার তর সইছে না আমার। ’

বিপিএলের চতুর্থ আসরে অংশ নিচ্ছে সাত দল। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। আগামী ০৪ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রাজশাহী কিংস। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মিরাজ-স্যামিরা।

চতুর্থ আসরে রাজশাহী কিংস:
দেশি ক্রিকেটার: সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন।

বিদেশি ক্রিকেটার: ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০১ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।