ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০১৯ পর্যন্ত ধোনিকে চায় নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
২০১৯ পর্যন্ত ধোনিকে চায় নির্বাচকরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতীয় সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। মাঠের পারফরম্যান্স খারাপ করলেই তাকে শুনতে হয় কবে অবসর নিচ্ছেন? তাতে অনেক সময়ই আবার বিরক্ত হয়েছেন তিনি।

ঢাকা: ভারতীয় সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। মাঠের পারফরম্যান্স খারাপ করলেই তাকে শুনতে হয় কবে অবসর নিচ্ছেন? তাতে অনেক সময়ই আবার বিরক্ত হয়েছেন তিনি।

২০১৪’তে অস্ট্রেলিয়া সিরিজের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হয় বিরাট কোহালির কাঁধে। কিন্তু সীমিত ওভারের দলে যে তাকে প্রয়োজন সেটা জানেন নির্বাচকরা। তাই ২০১৯ বিশ্বকাপেও নির্বাচকরা ধোনির কাঁধেই দায়িত্ব দেখতে চাইছেন। কোনোভাবেই টিম ইন্ডিয়ার সেট ভাঙতে চাইছেন না তারা।

বিসিসিআইয়ের নির্বাচক কমিটির সদস্যরা জানান, ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির পর ধোনির সঙ্গে কথা বলা হবে। তিনি কী চান এটা জানার জন্য। তাদের মতে, ‘ধোনি যদি আরও তিন বছর খেলা চালিয়ে যেতে চান তাহলে সেটি দলের জন্যই খুব ভালো। যেদিন সে মনে করবে আর দেওয়ার কিছু নেই, সেদিন নিজেই সরে যাবে। ’

এদিকে ধোনির পাশাপাশি নির্বাচকরা আস্থা রাখছেন যুবরাজ সিং ও গৌতম গম্ভীরের মতো অভিজ্ঞদের উপরও। যদি তারা ধারাবাহিকতা দেখাতে পারেন তা হলে ২০১৯ বিশ্বকাপ দলে জায়গা হতে পারে তাদেরও। এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন বিসিসিআইয়ের নির্বাচক কমিটি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।