ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট: আশরাফুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৪, নভেম্বর ১০, ২০১৬
এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট: আশরাফুল

বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

ঢাকা: বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে লাস্ট ম্যান স্ট্যান্ড.কম এর আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আশরাফুল বলেন, বাংলাদেশের ক্রিকেট আগের মতো নেই। এখন অনেক এগিয়ে গেছে। আগে বিশ্বের যেকোনো ক্রিকেট দল বাংলাদেশকে অন্য চোখে দেখতো। কিন্তু এখন বাংলাদেশকে কোনো দল ছোট করে দেখে না। বাংলাদেশ ক্রিকেট দল গত দুই বছর ধরে অনেক ভালো খেলছে।  

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, আমাদের ক্রিকেট দল সবশেষ ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরে যায়। শেষ ব্যাটসম্যান আউট হওয়ার কারণে আমরা খুব কম রানেই ম্যাচটিতে হেরে যাই। এক্ষেত্রে লাস্ট ম্যান স্ট্যান্ডের একটা ভূমিকা আছে।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল, রেডিও ফূর্তির সিইও রেজাউল হকসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।