ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংটা বেশ উপভোগ করি: নাসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ফিল্ডিংটা বেশ উপভোগ করি: নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বরিশাল বুলসের বিপক্ষে নাসিরের সেই দুর্দান্ত ক্যাচটি মনে পড়ে? পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাসির অনেকটা উড়ে গিয়ে দিলশান মুনাবেরার কাট করা বলটি তালুবন্দি করে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের হাজার হাজার দর্শককে।

মিরপুর থেকে: বরিশাল বুলসের বিপক্ষে নাসিরের সেই দুর্দান্ত ক্যাচটি মনে পড়ে? পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাসির অনেকটা উড়ে গিয়ে দিলশান মুনাবেরার কাট করা বলটি তালুবন্দি করে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের হাজার হাজার দর্শককে।

নাসিরের এমন অসাধারণ ফিল্ডিংয়ে সেদিন অবাক হয়ে গিয়েছিলেন খোদ মুনাবেরাও।

আর এ ধরনের ফিল্ডিং-ই নাকি বেশ উপভোগ করেন নাসির।

‘আমি ফিল্ডিংটা উপভোগ করি। বিশ্বাস ছিল ক্যাচটি অবশ্যই আমি নিতে পারবো। আত্মবিশ্বাস ছিল। তবে কিছু কিছু ক্যাচ আসবে আপনি চেষ্টা করে নিতে পারবেন আবার কখনো কখনো নিতে পারবেন না। আমি সেদিন চেষ্টা করেছি, হয়ে গেছে। ’ বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে সেদিনের ফিল্ডিং নিয়ে এমন মন্তব্য করেন ঢাকা ডায়নামাইটস অলরাউন্ডার।   
 
বিপিএলের এবারের আসরে অংশ নেয়া সাতটি দলের মধ্যে শিরোপা দৌঁড়ে ঢাকা কাগজে কলমে বেশি এগিয়ে। দলটিতে দেশি খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদি মারুফ যেমন আছেন, তেমনি বিদেশি খেলোয়াড়ের তালিকায় আছেন কুমার সাঙ্গাকারা, রবি বোপারা, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলদের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা। অলরাউন্ডারে ভরপুর যাকে বলে, ঠিক তেমনই একটা দল ঢাকা।   

শেখার কোনো শেষ নেই। আর এই সত্যটিকে বেশ ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন নাসির। তাই সতীর্থ হলেও অনুশীলন থেকে শুরু করে টিম হোটেল, ড্রেসিং রুম এমনটি মাঠেও নাকি বিদেশি বিশ্বনন্দিত এই খেলোয়াড়দের কাছে থেকে অনেক কিছুই শেখার আছে বলে মুশফিক মনে করেন।  

‘সাঙ্গাকারা, রবি বোপাদের সঙ্গে আমি আগেও খেলেছি। ওদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। কিভাবে চলাফেরা করে, ব্যাটিং প্রস্তুতি কিভাবে নেয়, ম্যাচের প্রস্তুতি কিভাবে নেয়- এগুলো শেখার আছে। জয়াবর্ধনে-সাঙ্গাকারা হচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। চেষ্টা করছি ওদের কাছ থেকে কিছু নেওয়ার। ’ যোগ করেন মুশফিক।
 
নিজেদের প্রথম ম্যাচেই বরিশাল বুলসের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে নাসিরের ঢাকা। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচটিতেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি, ‘আমরা অলরাউন্ডারদের একটি দল। আমরা যদি আমাদের খেলাটি খেলতে পারি তাহলে অবশ্যই জিতব। একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের পরের প্রতিপক্ষ শেষ ম্যাচে জেতা ম্যাচটিও হেরেছে। মানসিকভাবে তারা চাপে থাকবে। আমরা শেষ ম্যাচ জিতেছি সেদিক থেকে আত্মবিশ্বাসী থাকবো। তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে, আমরা তার চেয়েও বেশি মরিয়া হয়ে খেলবো। ’

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচের সাব্বিরের রাজশাহী কিংসের মুখোমুখি হবে সাকিবের ঢাকা।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।