ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আফগানিস্তানের কয়েকজন বড় লিগে খেলতে সক্ষম’

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
‘আফগানিস্তানের কয়েকজন বড় লিগে খেলতে সক্ষম’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিটাগং ভাইকিংসকে জিততে হলে যেনো এক মোহাম্মদ নবীকেই অতিমানবীয় কিছু না কিছু করতেই হচ্ছে। প্রথম ম্যাচে ভাইকিংস জয় পেয়েছিল তার দুরন্ত বোলিংয়ে ভর করেই। এরপর টানা চার ম্যাচ হার। ৬ষ্ঠ ম্যাচে জয়ে ফিরল ভাইকিংস। এবারও যথারীতি ম্যান অব দ্য ম্যাচ এই আফগান।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: চিটাগং ভাইকিংসকে জিততে হলে যেনো এক মোহাম্মদ নবীকেই অতিমানবীয় কিছু না কিছু করতেই হচ্ছে। প্রথম ম্যাচে ভাইকিংস জয় পেয়েছিল তার দুরন্ত বোলিংয়ে ভর করেই।

এরপর টানা চার ম্যাচ হার। ৬ষ্ঠ ম্যাচে জয়ে ফিরল ভাইকিংস। এবারও যথারীতি ম্যান অব দ্য ম্যাচ এই আফগান।

শুক্রবার ভাইকিংসকে জেতার পর ‘ছোট’ দলের এই বড় তারকার হুংকার, আমি নই শুধু, আমার আফগানিস্তান দলের বেশ কয়েকজনের বিশ্বের বড় বড় লিগগুলোতে খেলার সামর্থ আছে।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক আফগান অধিনায়ক বলেন, ‘টানা চার ম্যাচ হারার পর ফিরে আসা খুব কঠিন। কিন্তু আমরা শুক্রবার কোচ ও অধিনায়কের প্ল্যান শতভাগ মাঠে দিতে পেরেছি। যার ফলে আমরা জয়ের ধারায় ফিরলাম। পরবর্তী ম্যাচগুলো ভালো খেলার জন্য এই জয় অক্সিজেন যোগাবে। ’

পাঁচ নম্বরে নেমে মাত্র ৩৭ বলে ৮৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন নবী। ব্যাটিংয়ে কি কোনো আলাদা প্ল্যান ছিল? এমন প্রশ্নে নবীর জবাব, ‘আমার প্ল্যান ছিল ১৭ ওভার পর্যন্ত দেখেশুনে খেলে যাওয়া এবং পরবর্তীতে বড় শটে যাওয়া। আমি আমার প্ল্যান অনুযায়ী খেলতে পেরেছি। আর উইকেট ব্যাটিং উপযোগী ছিল। সেখান থেকেও সুবিধা পেয়েছি। ’

ফিল্ডিংয়ের সময় দলের কি প্ল্যান ছিল এমন প্রশ্নে নবী বলেন, প্রথম ছয় ওভার চেপে রাখার প্ল্যান ছিল। ওই সময় উইকেটের চেয়ে দেখেশুনে বোলিং করে মেডেন ওভার নেওয়ার প্ল্যান ছিল। এছাড়া এক পর্যায়ে প্রতি ওভারে তাদের ১১ রান করে লাগছিল। ওই সময় আসলে খেলা আমাদের দিকেই ঝুলে পড়ে। ’

নবীকে কথা বলতো হলো তার জাতীয় দল আফগানিস্তানকে নিয়েও। নিজ দল নিয়ে উচ্ছ্বাসিত নবী বলেন, ‘আমাদের বিষয়ে যদি নজর রাখেন তাহলে দেখবেন আমরা লাস্ট কয়েকটা সিরিজে খুব ভালো করেছি। জিম্বাবুয়ের সঙ্গে ভালো খেলেছি। টি-২০ বিশ্বকাপেও খুব ভালো করেছি। আমার দলের কয়েকজনের বিশ্বের বড় বড় টুর্নামেন্ট ও লিগে খেলার সামর্থ আছে। ’

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।