ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আমরা টেস্ট খেলেছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
‘আমরা টেস্ট খেলেছি’

চলতি বিপিএল-এ হারের অপর নাম যেনো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ফলাফল ওই শূন্যই। ঢাকায় প্রথম চার ম্যাচ হারার পর চট্টগ্রামেও ভাগ্য বদলালো না গতবারের চ্যাম্পিয়নদের।

চট্টগ্রাম: চলতি বিপিএল-এ হারের অপর নাম যেনো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ফলাফল ওই শূন্যই।

ঢাকায় প্রথম চার ম্যাচ হারার পর চট্টগ্রামেও ভাগ্য বদলালো না গতবারের চ্যাম্পিয়নদের।

শুক্রবার (১৮ নভেম্বর) রংপুর রাইডার্সের কাছে একপ্রকার উড়ে গেছে মাশরাফি বিন মর্তুজার দল।

হাতে উইকেট থাকা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে রান উঠেছে মাত্র ১২২। এই মামুলি স্কোরটা এক উইকেট হারিয়েই তুলে নিয়েছে রংপুর রাইর্ডাস।
ম্যাচ শেষে তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যাটসম্যানদের ধুয়ে দিলেন মাশরাফি।

সোজাসোজি বলে দিলেন আমরা টেস্ট ম্যাচ খেলেছি। প্রথম ১০ ওভার শেষে যখন আমাদের রান ৪৫ এর মতো তখন পরবর্তী ১০ ওভার মেরে খেলা উচিত ছিলো। কিন্তু ব্যাটসম্যানরা পারে নি।

মাশরাফি বলেন, এই উইকেটে প্রথম ইনিংসে ১৬০ রান না হলে ম্যাচ জেতা কঠিন। ব্যাটসম্যানদের বোঝা উচিত ছিলো দ্বিতীয় ইনিংসে কুয়াশার কারণে বল করা কঠিন। তাই প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ভালো রান জমা করতে হবে। কিন্তু তারা তা পারে নি। ফলে রংপুর ম্যাচটা জিতে নিয়েছে।

১২২ রান নিয়ে ম্যাচ জেতা কঠিন উল্লেখ করে মাশরাফি বলেন, তবুও আমরা চেষ্টা করেছিলাম। প্রথমদিকে কয়েকটি উইকেট তুলে নিতে পারলে ম্যাচে থাকার সুযোগও ছিল আমাদের।

ক্ষুব্ধ মাশরাফি বলেন, 'আমরা যে পর্যায়ে আছি, এই পর্যায়ে মাঠে আমাদের ১১০ শতাংশ দেওয়া উচিত ছিল। পরবর্তী ম্যাচের জন্যও দলের প্রতি আমার এই বার্তা থাকবে। '

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
টিএইচ/জেডএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।