ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হ্যামিল্টন টেস্টে কিউই দলে স্যান্টনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
হ্যামিল্টন টেস্টে কিউই দলে স্যান্টনার মিচেল স্যান্টনার-ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য জিমি নিশামের পরিবর্তে নিউজিল্যান্ড দলে নেওয়া হয়েছে মিচেল স্যান্টনারকে। তবে ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য জিমি নিশামের পরিবর্তে নিউজিল্যান্ড দলে নেওয়া হয়েছে মিচেল স্যান্টনারকে। তবে ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

প্রথম টেস্টে চোখে ব্যাথা পান টেইলর। তাই দ্বিতীয় টেস্টে খেলতে হলে তাকে বিষেশজ্ঞ পরামর্শকের সঙ্গে আলোচনা করতে হবে। তবে কোচ মাইক হেসন নর্দান ডিস্ট্রিকের ব্যাটসস্যান ডিন ব্রাউনলিকে টেইলরের বদলি হিসেবে দলে রেখেছেন।

কিউইদের গত ভারত সফরে স্পিন অলরাউন্ডার স্যান্টনার বেশ ইতিবাচক ছিলেন। যদিও দলটি স্বাগতিকদের বিপক্ষে সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতে ১-০তে লিড নিয়েছে।

কিউই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, মিচেল স্যান্টনার, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও ডিন ব্রাউনলি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।