ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'কুয়াশার সঙ্গে মানিয়ে নিতে পারিনি আমরা'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
'কুয়াশার সঙ্গে মানিয়ে নিতে পারিনি আমরা'

চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৭৮ রানে হারার পর বরিশাল বুলসের অধিনায়ক ধুয়ে দিলেন নিজ দলের খেলোয়াড়দের।

চট্টগ্রাম: চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৭৮ রানে হারার পর বরিশাল বুলসের অধিনায়ক ধুয়ে দিলেন নিজ দলের খেলোয়াড়দের।

মুশফিক বলেন, 'আমরা প্রতি ম্যাচেই এক-দুটো ক্যাচ ছাড়তেছি।

যা অন্যদল করছে না। টি-২০ এমন একটি খেলা একটা ওভার বাজে গেলেও ফিরে আসা কঠিন। '

ক্ষুব্ধ মুশফিক বলেন, 'আমি কিংবা কোচ হয়তো বুঝাতে পারছি না প্রত্যেকের একটু আধটু কন্টিভিউশনও দলের জব্য অনেক কিছু। '

বোলিং ফিল্ডিং আর ব্যাটিং-তিন বিভাগেই দল বাজে খেলেছে মন্তব্য করে মুশফিক বলেন, তিনটি বিভাগেই আমরা খারাপ খেলেছি। বোলিং-ফিল্ডিং ভালো হলে কখনো স্কোর ১৮০ হতো না। ১৫০ এর মধ্যে থাকতো। সেরকম হলে ব্যাটিং করার সময় প্রথম ছয় ওভারেই আমাদের ওভাবে খেলতে হতো না। চাপমুক্ত খেলতে পারতাম। রান বেশি হওয়ায় আমাদের ব্যাটিং প্ল্যান পুরোটা বদলাতে হয়েছে। '

চট্টগ্রামের কুয়াশার সঙ্গে মানিয়ে নিতে পারেনি মন্তব্য করে মুশফিক বলেন, 'চট্টগ্রামের তিনটি ম্যাচেই আমাদের জারতে হলো। চট্টগ্রামের কুয়াশাটা একটু ভিন্ন। আমরা কার সঙ্গে মানাতে পারিনি। ঢাকায় আমরা অধিকাংশ ম্যাচ দিনের বেলাতে খেলেছি, যাতে আমাদের অসুবিধে হয় নি। '

দলের ব্যাটসম্যানদের প্রতি তিনি বলেন, 'তিনজন ছাড়া কেউ রান পাচ্ছে না। আমরা বলছি না ৭০-৮০ করে করতে হবে। বলছি ২০-৩০ করে নাও। সেটাই দলের জন্য ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে একজন ভালো করছে অন্যরা তাকে সঙ্গ দিতে পারছে না। ফলে সেও চাপে পড়ে যাচ্ছে। '

তবে ঢাকার ম্যাচগুলোতে জয়ের বৃত্তে ফিরে বিপিএলে টিকে থাকতে চান মুশফিক।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ২২,২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।